পহেলগাঁওয়ের ঘটনার কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি এদিন বলেন, ‘‘২২ এপ্রিল আমাদের বোনেদের ধর্ম জিজ্ঞেস করে তাঁদের মাথা থেকে সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা৷ বুলেট চলেছে পহেলগাঁওয়ে কিন্তু, ১৪০ কোটি ভারতীয় সেই যন্ত্রণা অনুভব করেছেন৷’’
সারাভারতের মানুষের সেই সময়কার মনোভাবের কথা মনে করিয়ে দিয়ে মোদি বলেন, ‘‘ভারতের প্রত্যেক নাগরিক সেদিন ঐক্যবদ্ধভাবে চেয়েছিল যাতে আমরা ওই জঙ্গিদের ধূলোয় মিশিয়ে দিই, এবং ওদের কল্পনাতীত শাস্তি দিই৷’’
advertisement
এদিনের সভামঞ্চ থেকেই ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ জানান, ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের জন্যই পাকিস্তানের সেনা হাঁটু মুড়ে বসতে বাধ্য হয়েছে৷
ভারতীয় সেনাকে প্রত্যুত্তরের পুরো ছুট দেওয়ার বিষয়টি উল্লেখ করে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘প্রত্যেক ভারতীয়ই প্রতিশ্রুতিবদ্ধ ছিলে ওই জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেওয়া হবে৷ আমরা সেই প্রতিশ্রুতি পালন করেছি আপনাদের আশীর্বাদে এবং ভারতীয় সেনার সাহসের দৌলতে৷ জঙ্গিদের যোগ্য জবাব দিতে আমাদের সরকার আমাদের তিন সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল৷’’
তিনি বলেন, ‘‘এই তিন বাহিনীর যৌথ পরিকল্পনা এতটাই মোক্ষম ছিল যে পাকিস্তানের সেনাকে হাঁটু মুড়ে (আমাদের সামনে) বসে পড়তে হয়েছিল৷ যখন সিঁদুর বারুদ হয়ে যায়, তার ফল সব্বাই দেখতে পায়৷’’