TRENDING:

India pakistan Tensions: গুজরাতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে দু’টো কথা মোদির! ‘হয় শান্তিতে রুটি খান, নাহলে...’

Last Updated:

এদিন গুজরাতের ভূজের সভায় বক্তৃতা করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে হামলার পরে আমরা ১৫ দিন অপেক্ষা করেছিলান৷ দেখছিলাম পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় কি না৷ যখন দেখি নিচ্ছে না, তখন আমি সশস্ত্র বাহিনীকে (প্রত্যাঘাতের) পূর্ণ স্বাধীনতা দিই৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুজরাত: অপারেশন সিঁদুরের পরে এই প্রথম নিজের রাজ্য গুজরাতে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার আগে একটি র্যালিতেও যোগ দিতে দেখা যায় তাঁকে৷ গুজরাতের ভূজের জনসভায় আবারও পাকিস্তান এবং সন্ত্রাসবাদ দুইকে এক করে কড়া বার্তা দিতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে৷ রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেন, ‘‘হয় রুটি খান, নয় বুলেট! পছন্দটা আপনার৷’’
News18
News18
advertisement

পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাব দিতে সপ্তাহ দুই আগেই অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল ভারত৷ তারপর তিন দিন ধরে চলে ড্রোন, পাল্টা ড্রোনের লড়াই৷ তারপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি ঘোষণা করে দু’দেশ৷ তবে পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে৷

এদিন গুজরাতের ভূজের সভায় বক্তৃতা করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে হামলার পরে আমরা ১৫ দিন অপেক্ষা করেছিলান৷ দেখছিলাম পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় কি না৷ যখন দেখি নিচ্ছে না, তখন আমি সশস্ত্র বাহিনীকে (প্রত্যাঘাতের) পূর্ণ স্বাধীনতা দিই৷’’

advertisement

আরও পড়ুন : বউয়ের হাতে সপাটে চড়! তা-ও সবার সামনে…মুখ লুকতে গিয়ে সে কী অবস্থা ফ্রান্সের প্রেসিডেন্টের, ভাইরাল ভিডিও

মোদি এদিন পাকিস্তানের যুব সমাজের কাছেও আবেদন রাখেন৷ পরামর্শ দেন, দেশের দিশা বদলাতে যুব সমাজেরই উচিত সে দেশের নীতি প্রণয়নকারীদের বলা৷ তিনি বলেন, ‘‘পাকিস্তানকে সন্ত্রাসবাদের মতো রোগ থেকে মুক্ত করতে পাকিস্তানের যুব সমাজেরই উচিত এগিয়ে আসা৷ শান্তি এবং সমৃদ্ধির জীবন কাটানো৷ নিজের খাবার খাওয়া৷ নাহলে, আমার বুলেট তো সবসময় রেডি৷’’

advertisement

আরও পড়ুন: ঝেঁপে আসছে…আগামী দু’ঘণ্টায় কাঁপিয়ে দেবে! কোথায় কবে দুর্যোগ, কী পূর্বাভাস জেনে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এদিন অপারেশন সিঁদুরের জন্য আরও একবার ভারতের তিন সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন মোদি৷ বলেন, ‘‘আমরা জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করেছি এবং ওদের ধুলোয় মিশিয়ে দিয়েছি৷ আমরা আমাদের দেশের মাটিতে দাঁড়িয়ে হামলা চালিয়েছি৷’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
India pakistan Tensions: গুজরাতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে দু’টো কথা মোদির! ‘হয় শান্তিতে রুটি খান, নাহলে...’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল