সম্প্রতি একটি ফোন ছিনতাইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিহারের ঘটনা, বেগুসরাই স্টেশনের কাছাকাছি অঞ্চলে এক যাত্রীর ফোন ছিনতাই হয়েছে চলন্ত ট্রেন থেকে।
সেই যাত্রী ট্রেনের দরজায় বসেছিলেন। ওই ব্যক্তি কানে হেডফোন লাগিয়ে দারুণ মজা করে গান শুনছিলেন। এর পর চলন্ত ট্রেন থেকেই তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেয় এক চোর। এত দ্রুত গোটা ঘটনা ঘটে যায় যে সেই যাত্রী অবাক হয়ে যান প্রথমে। এই ঘটনার পুরো ভিডিও ক্যামেরায় তুলে রেখেছেন আরেক যাত্রী।
advertisement
আরও পড়ুন- রেলের ওয়াইফাই থেকে দেদার পর্ন ডাউনলোড! কোন স্টেশন সব থেকে এগিয়ে, জানেন?
ভিডিওতে দেখা যায়, ট্রেনের বগির গেটে বসে আছেন দুজন যাত্রী। এক যুবক নিজর মোবাইলে ট্রেন যাত্রার ভিডিও করছিলেন। তাঁর কানে হেডফোন লাগানো ছিল। এর পর হঠাৎ একটি সেতুর রেলিং থেকে ঝুলে থাকা এক ব্যক্তি গেটে বসে থাকা যাত্রীর ফোন ছিনিয়ে নেয়। এমনকি যার ফোন ছিনতাই করা হয়েছে তার ব্যাপারটা বুঝতে সময় লাগে। পরে তিনি বুঝতে পারেন, তাঁর ফোন ছিনতাই করা হয়েছে।
চোর এত দ্রুত এই কাজটি করে যে তার চুরি দেখার জন্য ভিডিওটি করা হয়েছে স্লো মোশনে। কীভাবে চলন্ত ট্রেন থেকে এত দ্রুত ফোন চুরি হল! চোর এত নিখুঁতভাবে ফোনটি তুলে নেয় যে অনেকেই অবাক। এমন ভিডিও যে দেখবে সে-ই অবাক হয়ে যাবে। চোরের হাতের কাজ দেখে অনেকেই তাজ্জব হয়ে গেলেন।
আরও পড়ুন- দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, দৈনিক আক্রান্ত ছাড়িয়ে গেল ৮ হাজার
এই ভিডিও থেকে অনেকেই শিক্ষা নেবেন। কারণ অনেক সময় এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন অনেকেই হয়েছেন হয়তো। ট্রেনে ফোন চুরির ঘটনা এখন অনেকটাই বেড়েছে। ফলে ট্রেন সফরের সময় বাড়তি সতর্ক থাকাই কাম্য।