TRENDING:

'অসহিষ্ণুরা ঘৃণায় অন্ধ,' বিজেপি-কে নিশানা করে অভিজিত্‍‌কে ট্যুইট রাহুলের

Last Updated:

ট্যুইটারে অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রাহুল গান্ধির ট্যুইট, 'অসহিষ্ণরা ঘৃণায় অন্ধ৷ ওরা পেশাদারিত্ব বোঝে না৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে যখন টার্গেট করছেন একের পর এক বিজেপি নেতা, তখন অভিজিতের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ ট্যুইটারে অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রাহুল গান্ধির ট্যুইট, 'অসহিষ্ণরা ঘৃণায় অন্ধ৷ ওরা পেশাদারিত্ব বোঝে না৷'
advertisement

advertisement

রাহুল ট্যুইটারে লেখেন, 'ওদের কিছুতেই বোঝাতে পারবেন না৷ দেশের বহু মানুষ আপনার কাজে গর্বিত৷ ওরা ঘৃণায় অন্ধ৷ পেশাদারিত্ব বোঝে না৷ আপনি দশকের পর দশক ধরে চেষ্টা করলেও, ওদের বোঝাতে পারবেন না৷' নোবেলজয়ের জন্য অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দনও জানান রাহুল গান্ধি৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধি NYAY নামে একটি স্কিমের ঘোষণা করেছিলেন৷ ভোটে কংগ্রেস জিতলে, ওই স্কিম চালু করা হবে বলে জানানো হয়েছিল৷ সেই NYAY স্কিমের কনসেপ্টে তথ্য দিয়ে সাহায্য করেছিলেন অভিজিত্‍৷ NYAY স্কিমের সাহায্যে, দেশের গরিবতম পরিবারগুলিকে বছরে ৭২ হাজার টাকা করে সাহায্য করা হবে বলে জানিয়েছিলেন রাহুল গান্ধি৷ অর্থাত্‍, মাসে মাসে ৬ হাজার টাকা৷ ওই টাকা পরিবারের কোনও একজন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'অসহিষ্ণুরা ঘৃণায় অন্ধ,' বিজেপি-কে নিশানা করে অভিজিত্‍‌কে ট্যুইট রাহুলের