লকডাউন শুরুর কয়েকদিনের মাথায় দিল্লিতে ও বিভিন্ন জায়গায় বাড়ি ফেরার জন্য ভিড় জমিয়েছিলেন তাঁরা। সে সময় তাঁদের ফেরানো হয়নি বাড়ি। যে যেখানে আটকে ছিল সেই রাজ্যের সরকার তাঁদের দায়িত্ব নেবেন বলে কথাও দিয়েছিলেন। বন্ধ করে দেওয়া হয় দেশের সব রাজ্যের সীমানাগুলি। কিন্তু তারপরেও হাজারো অভিযোগ। জুটছে না খাবার। জুটছে না জল। নেই থাকার জায়গা। বাড়ি ফেরার জন্য ছটফট করছেন তাঁরা।
advertisement
দেশে চলছে তিন দফার লকডাউন। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর, আজ অর্থাত্ মঙ্গলবার আবার আহমেদাবাদ এবং সুরাটে হাজারের ওপর পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার জন্য ভিড় জমান। রটনা হয় লকডাউনের মধ্যেই শ্রমিকদের ফেরানো হবে বাড়ি। আর সেই জন্য ছাড়া হচ্ছে বাস। এই খবর বাতাসে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে নিজেদের জিনিসপত্র নিয়ে ভিড় জমান শ্রমিকরা। যদিও এমন কোনও ঘোষণা করেইনি সরকার। পুরোটাই গুজব। শেষ পর্যন্ত পুলিশ এসে ভিড় সামলায়। তাঁদেরকে ফের বোঝানো হয়। কিন্তু এই গুজব কীভাবে ছড়ালো তা এখনও জানা যায়নি।
কবে কাটবে লকডাউন ! কবে ফিরবে ঘরে! এই আশা নিয়েই রোজ চিন্তায় ভুগছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক।