বালাসোরের সেই লুপ লাইনে ফের বড়সড় গোলযোগ। বালাসোর জেলার নীলগিরি রোড স্টেশনে ভদ্রক-বালেশ্বর মেমু ট্রেন সিগন্যাল বিভ্রাটের জেরে ডাউন লুপ লাইনে ঢুকে পড়ে। বড় দুর্ঘটনা ঘটতে পারত।
জানা গিয়েছে, এমন ঘটনার পরই স্টেশন মাস্টারকে সাসপেন্ড করা হয়েছে রেলের তরফে। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে। নীলগিরি রোড স্টেশনে ঢোকার মুখে আচমকাই লুপ লাইনে চলে যায় ভদ্রক-বালেশ্বর মেমু ট্রেন।
advertisement
আরও পড়ুন- আবহাওয়া দফতরের সতর্কতা! বৃষ্টি বাড়তে পারে কোন কোন জায়গায় দেখে নিন
লোকো পাইলটের জন্যই এবারের মতো বড়সড় দুর্ঘটনা এড়ানো যায় বলে খবর। তিনি দ্রুত ব্রেক কষেন। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনও খবর নেই।
ওই লুপ লাইনে নির্মাণকাজ চলছিল সেই সময়। লোকো পাইলট বিপদ বুঝে এমার্জেন্সি ব্রেক কষেন। সেই অভিশপ্ত বাহানাগা স্টেশন, যেখানে কিছুদিন আগে করমণ্ডল এক্সপ্রেস ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটি এই নীলগিরি রোড স্টেশন থেকে মাত্র ১৫ কিমি দূরে। মেমু ট্রেনের যাত্রীরা হয়তো সেটা ভেবেই আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
গত কয়েক মাসে বারবার রেলের সিগন্যাল বিভ্রাটের ঘটনা ঘটছে। বড় রেল দুর্ঘটনার পরও পরিস্থিতির বদল হচ্ছে না। গত কয়েক মাসে বারবার মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনাও সামনে এসেছে। কেন বারবার রেলের এই গাফিলতি!
আরও পড়ুন- Delhi Flood:বন্যা নিয়ে অস্বস্তির মধ্যে এবার ভয়াল আতঙ্ক,ঘর-ঘর থেকে বেরোচ্ছে সাপ
অনেকেই বলছেন, হিউম্যান এরর-এর জন্যই বারবার এমন ঘটনা ঘটছে। অর্থাৎ সবটাই মানুষের ভুল। অনেকে আবার প্রশ্ন তুলছেন, রেলের প্রয়োজনের তুলনায় কর্মী সংখ্যা কম। তাই বারবার এমন ঘটনা ঘটছে।