Weather Forecast: আবহাওয়া দফতরের সতর্কতা! বৃষ্টি বাড়তে পারে কোন কোন জায়গায় দেখে নিন

Last Updated:
আরও একবার বর্ষা সক্রিয় হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাদের দেওয়া পূর্বাভাসে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
1/9
আবহাওয়ায় খানিকটা পরিবর্তন দেখা যাচ্ছে। আবার নতুন করে বৃষ্টি শুরু হচ্ছে পশ্চিমের রাজ্যগুলিতে। হরিয়ানাতেও ফের আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। প্রাথমিক ভাবে বর্ষার বৃষ্টি হয়ে যাওয়ার পরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছিল ওই রাজ্যে। তার ফলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল, সঙ্গে বাড়ছিল তাপমাত্রাও।
আবহাওয়ায় খানিকটা পরিবর্তন দেখা যাচ্ছে। আবার নতুন করে বৃষ্টি শুরু হচ্ছে পশ্চিমের রাজ্যগুলিতে। হরিয়ানাতেও ফের আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। প্রাথমিক ভাবে বর্ষার বৃষ্টি হয়ে যাওয়ার পরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছিল ওই রাজ্যে। তার ফলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল, সঙ্গে বাড়ছিল তাপমাত্রাও।
advertisement
2/9
এই পরিস্থিতিতে আরও একবার বর্ষা সক্রিয় হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাদের দেওয়া পূর্বাভাসে এই রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে আরও একবার বর্ষা সক্রিয় হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাদের দেওয়া পূর্বাভাসে এই রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
3/9
হরিয়ানার হিসারে অবস্থিত চৌধুরি চরণ সিং কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি আবহাওয়া বিভাগ আবহাওয়া বুলেটিন জারি করেছে।
হরিয়ানার হিসারে অবস্থিত চৌধুরি চরণ সিং কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি আবহাওয়া বিভাগ আবহাওয়া বুলেটিন জারি করেছে।
advertisement
4/9
জানান হয়েছে, হরিয়ানার তাওডু, গুরুগ্রাম, নারনৌল, আতেলি, মহেন্দ্রগড়, কানিনা, চরখি দাদরি, বাওয়াল, রেওয়ারি, পতৌদি, কোসলি, মাতানহেল, ঝাজ্জার, বাহাদুরগড়, ফিরোজপুর ঝিরকা, পুনহানা, হোদাল, হাতিন-সহ রাজ্যের একাধিক এলাকায় মঙ্গলবার থেকে বৃষ্টি হবে।
জানান হয়েছে, হরিয়ানার তাওডু, গুরুগ্রাম, নারনৌল, আতেলি, মহেন্দ্রগড়, কানিনা, চরখি দাদরি, বাওয়াল, রেওয়ারি, পতৌদি, কোসলি, মাতানহেল, ঝাজ্জার, বাহাদুরগড়, ফিরোজপুর ঝিরকা, পুনহানা, হোদাল, হাতিন-সহ রাজ্যের একাধিক এলাকায় মঙ্গলবার থেকে বৃষ্টি হবে।
advertisement
5/9
সেই সঙ্গে নুহ, পালওয়াল, বল্লভগড়, সোহনা, নাঙ্গল চৌধুরি, তোশাম, মাতানহেল, বেরি, রোহতক, বাওয়ানিখেদা, হানসি, হিসার, নারনাউন্দ, রাদাউর, মেহাম, গোহানা, জুলানা, ইসরানা, সফিড়ন, জিন্দ, পানিপথ, আসাদ, কাইথাল, নারওয়ানা কালায়ত, আবালা, কালকা, বড়রা, জগধরি, ছাছরাউলি, নারায়ণগড়, পঞ্চকুলা ও আশপাশের এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সেই সঙ্গে নুহ, পালওয়াল, বল্লভগড়, সোহনা, নাঙ্গল চৌধুরি, তোশাম, মাতানহেল, বেরি, রোহতক, বাওয়ানিখেদা, হানসি, হিসার, নারনাউন্দ, রাদাউর, মেহাম, গোহানা, জুলানা, ইসরানা, সফিড়ন, জিন্দ, পানিপথ, আসাদ, কাইথাল, নারওয়ানা কালায়ত, আবালা, কালকা, বড়রা, জগধরি, ছাছরাউলি, নারায়ণগড়, পঞ্চকুলা ও আশপাশের এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
advertisement
6/9
সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
advertisement
7/9
আবহাওয়া দফতর পঞ্জাব, হরিয়ানা ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে। পাশাপাশি হিমাচল ও উত্তরাখণ্ডের পার্বত্য অংশে আগামী তিন দিন ভারী বৃষ্টি হতে পারে বলেও সতর্কতাও জারি করা হয়েছে। রাজধানী দিল্লিতেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর পঞ্জাব, হরিয়ানা ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে। পাশাপাশি হিমাচল ও উত্তরাখণ্ডের পার্বত্য অংশে আগামী তিন দিন ভারী বৃষ্টি হতে পারে বলেও সতর্কতাও জারি করা হয়েছে। রাজধানী দিল্লিতেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
8/9
এদিকে বঙ্গোপসাগরের ওপর শক্তি বাড়িয়ে নিচ্ছে ভাবী সাইক্লোনিক সার্কুলেশন। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার ১৮ জুলাই এই ঘূর্ণাবর্তের তৈরি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মৌসম ভবনের সাম্প্রতিকতম আপডেট অনুযায়ী আরও ৪৮ ঘণ্টার মধ্যে এই তা তৈরির প্রক্রিয়া শেষ হবে৷
এদিকে বঙ্গোপসাগরের ওপর শক্তি বাড়িয়ে নিচ্ছে ভাবী সাইক্লোনিক সার্কুলেশন। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার ১৮ জুলাই এই ঘূর্ণাবর্তের তৈরি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মৌসম ভবনের সাম্প্রতিকতম আপডেট অনুযায়ী আরও ৪৮ ঘণ্টার মধ্যে এই তা তৈরির প্রক্রিয়া শেষ হবে৷
advertisement
9/9
ফলে যত বেশিক্ষণ এই ঘূর্ণাবর্ত জলের ওপর তৈরি হবে, তত বেশি জল শোষণ করে আরও শক্তি বৃদ্ধি করে নেবে।
ফলে যত বেশিক্ষণ এই ঘূর্ণাবর্ত জলের ওপর তৈরি হবে, তত বেশি জল শোষণ করে আরও শক্তি বৃদ্ধি করে নেবে।
advertisement
advertisement
advertisement