ইনদওররের ব্যবসায়ী রাজা রঘুবংশীর খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ৷ মেঘালয়ের সোহরা সাব ডিবিশন কোরেটের ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসে জমা দেওয়া সেই চার্জশিটে সোনমের পাশাপাশি, সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা, আকাশ রাজপুত, আনন্দ কুর্মি এবং বিশাল সিং চৌহানের নামও রাখা হয়েছে চার্জশিটে৷ এরা প্রত্যেকেই স্বামীকে খুন করতে সোনমকে সাহায্য করেছিল বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে৷
advertisement
অভিযুক্ত ৫ জনই বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে৷ তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (১) ধারায় খুন, ২৩৮ (এ) প্রমাণ লুকনো, ৬১ (২) অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের করা হয়েছে৷
গত ২৩ মে মেঘালয়ের শিলংয়ে হানিমুনে গিয়ে নিজের প্রেমিক ও আরও ৩ জনের সাহায্যে নতুন বিয়ে করা স্বামীকে খুন করেছিল সোনম৷
আরও পড়ুন: এবার উচ্চ মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত! ফল প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই…TET, SSC-র মতোই
পূর্ব খাসি পাহাড়ের পুলিশ সুপার ইনটেনডেন্ট বিবেক সিয়াম বলেন, অতিরিক্ত ফরেনসিক রিপোর্ট আসার পর আরও তিন সহ-অভিযুক্তের বিরুদ্ধে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে। সম্পত্তি ব্যবসায়ী সিলোম জেমস, অপরাধ করার পর সোনম যে বাড়িতে লুকিয়ে ছিলেন তার মালিক লোকেন্দ্র তোমার এবং এলাকার নিরাপত্তারক্ষী বলবীর আহিরবারের কথাও উল্লেখ করেন তিনি৷
জেমস, তোমার এবং আহিরবারের বিরুদ্ধে প্রমাণ নষ্ট করার এবং লুকনোর অভিযোগ রয়েছে৷ বর্তমানে তারা জামিনে মুক্ত৷
সোনমের ভাই গোবিন্দ এবং তার পরিবার তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে৷