TRENDING:

Meghalaya Election 2023: ভোটের আগে দুর্নীতির অভিযোগ, ফল বেরোতেই সরকার গঠনে তাদের পাশেই বিজেপি!

Last Updated:

Meghalaya Election 2023: মেঘালয় বিধানসভা ভোটের ফল বলছে বিজেপি জয় লাভ করেছে মাত্র ২'টি আসনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেঘালয়: ভোটের আগে জোটসঙ্গী দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। ভোটের ফল প্রকাশের পরেই সেই দলকে সরকার গঠনে সাহায্য করতে চেয়ে চিঠি দিলেন মেঘালয়ের বিজেপি রাজ্য সভাপতি আর্নেস্ট মাওরি। এনপিপি সুপ্রিমো কনরাড সাংমাকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে সরকার গঠন করতে তারা সমস্ত ধরণের সাহায্য করবে। যদিও মেঘালয় বিধানসভা ভোটের ফল বলছে বিজেপি জয় লাভ করেছে মাত্র ২'টি আসনে।
মেঘালয়ে তৈরি হচ্ছে জোট
মেঘালয়ে তৈরি হচ্ছে জোট
advertisement

প্রধান শাসকদল এনপিপি ২৬টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতার ৩১-এর কাছে পৌঁছে গিয়েছে। যদিও এখনও একটি আসনে ভোট বাকি আছে।

প্রাক্তন সহযোগী দল ইউডিপির ১১ বিধায়ককে পাশে পেলেই তারা সরকার গঠন করতে পারবে। ২টি আসনে জেতা বিজেপিও যে সেই সরকারকে সমর্থন জানাতে পারে তা স্পষ্ট হয়েছে এনপিপি প্রধান তথা মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বৈঠকে। হিমন্ত বিশ্ব শর্মা নিজেও ট্যুইট করে জানিয়েছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা মেঘালয়ে সরকার গঠনে সমস্ত সাহায্য করবে এনপিপি'কে৷

advertisement

আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রীর কেন্দ্রে হারলেন বিজেপির রাজ্য সভাপতি, কংগ্রেসের বাজিমাত

প্রসঙ্গত, ১৯৯২-৯৮, ২০০৩-০৮ এবং ২০১০-১৮ কংগ্রেসের নেতৃত্বে জোটের সরকার ছিল মেঘালয়ে। ২০১৮-র নির্বাচনে কংগ্রেস হারলেও ২১টি আসন পেয়ে বৃহত্তম দল হয়েছিল। ২০টি আসনে জিতে দ্বিতীয় হয় এনপিপি। এর পর ইউডিপির ৬, পিডিএফের ৪ এবং ২ জন করে এইচএসপিডিপি, বিজেপি ও নির্দল বিধায়কের সমর্থনে সরকার গড়েছিলেন কনরাড।

advertisement

আরও পড়ুন: হারলেন দুই রাজ্য সভাপতি, নির্বাচনে বিজেপির মুখরক্ষা করলেন নাগাল্যান্ডের তেমজেম

চলতি বিধানসভা ভোটে অবশ্য এনপিপির সাথে বিজেপির জোট ভেঙে যায়। বিজেপি নেতৃত্ব প্রচার করতে শুরু করেন, কনরাড সাংমা যে সমস্ত স্কিমের ভিত্তিতে নিজের সাফল্যের কথা বলছেন, তার সম্পূর্ণটাই কেন্দ্রীয় স্কিম।‘শেষ ৫ বছরে দরিদ্ররা দরিদ্রই রয়েছে, বহু সুযোগ সুবিধা পায়নি, যুবকদের জন্য কোনও কর্মসংস্থান নেই।’কনরাডের দল এনপিপি, বিজেপির সমর্থকদের ব্যবহার করে অনেক রকমের সুবিধা পেয়েছে। বিজেপির রাজ্য সভাপতি আর্নেস্ট মাওরি দাবি করেছিলেন, রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি দুর্দান্ত ফল করতে চলেছে। তিনি বলেছিলেন, আমরা রাজ্যের ৬০টি আসনেই প্রার্থী দিয়েছি। আমরা ভাল ফলের প্রত্যাশা করছি। ভোটের ফল বের হওয়ার পর, দুর্নীতিতে ডুবে নেই এমন কোনও দলের হাত ধরতে পারি আমরা।

advertisement

আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রীর কেন্দ্রে হারলেন বিজেপির রাজ্য সভাপতি, কংগ্রেসের বাজিমাত

তিনি বলেছিলেন, গত পাঁচ বছরে ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি ‘বড় মাপের দুর্নীতি’তে জড়িয়ে পড়েছিল। দুর্নীতির বিরুদ্ধে বিজেপির ‘শূন্য সহনশীলতা’ নীতি রয়েছে। এই কারণেই গেরুয়া শিবির তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উল্লেখ্য, ২০১৮ সালে এনপিপি-বিজেপি জোট সরকার গড়েছিল। তবে, আসন্ন নির্বাচনের আগে শাসক জোট ভেঙে গিয়েছে। বিজেপি-এনপিপি পরস্পর পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। সম্পর্ক ছিন্ন করার পর থেকে এনপিপির বিরুদ্ধে লাগাতার দুর্নীতির অভিযোগ তুলছে বিজেপি। মাওরি বলেছিলেন, গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা একের পর এক আরটিআই আবেদনপত্র দাখিল করেছি। আমরা দেখেছি বর্তমান সরকারের অধীনে মেঘালয়ে কীভাবে ব্যাপক হারে দুর্নীতি চলছে। আমাদের কাছে সব রেকর্ড আছে। ৬০ আসনের মেঘালয় বিধানসভার সব আসনেই প্রার্থী দিয়েছিল বিজেপি। এনপিপি প্রার্থী দিয়েছিল ৫৬ আসনে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Meghalaya Election 2023: ভোটের আগে দুর্নীতির অভিযোগ, ফল বেরোতেই সরকার গঠনে তাদের পাশেই বিজেপি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল