ধীরে ধীরে সামনে আসছে একটার পর একটা সূত্র৷ এখনও পর্যন্ত পাওয়ার গিয়েছে মহিলাদের একটি সাদা শার্ট, একটা স্ক্রিন ভাঙা মোবাইল, এক পাতা অম্বলে ট্যাবলেট প্যানট্রা ৪০ এবং রাজার দেহে থাকা স্মার্টওয়াচ৷ এবার মেঘালয় পুলিশের হাতে এল একটা দাঁ বা কাটারি৷ এটাই খুনের সম্ভাব্য অস্ত্র বলে মনে করা হচ্ছে৷ উইসদং ঝরনার অনেক নীচের খাদে একটা ভাঙা মোবাইলের পাশাপাশি এই দাঁ উদ্ধার করা হয়েছে৷
advertisement
ইস্ট খাসি হিলের পুলিশ সুপার বিবেক সিয়েম জানিয়েছেন, রাজার স্ত্রী সোনমের খোঁজে তল্লাশি চলছে৷ NDRF, SDRF, এবং Special Operations Team যৌথ উদ্যোগে এই তল্লাশি চালাচ্ছে৷
বিয়ের পরে মেঘালয়ে হানিমুনে এসেছিলেন ইনদওরের নবদম্পতি রাজা এবং সোনম রঘুবংশী৷ কিন্তু বেড়াতে গিয়ে গত ২৩ মে থেকে নিখোঁজ হয়ে যায় ওই দম্পতি৷ ৮ দিন পরে মেঘালয়ের সোহরায় উইসদং ঝরনার পাশের খাদ থেকে মেলে রাজা পঁচাগলা দেহ৷ দেহের ডান হাতের রাজা ট্যাটু দেখেই নিশ্চিত হওয়া যায়, ওটা রাজারই দেহ৷
রাজার স্ত্রী সাতাশ বছরের সোনমের খোঁজ এখনও চলছে৷ পুলিশ অজ্ঞাতপরিচয় আততায়ীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ তৈরি হয়েছে বিশেষ তদন্তকারী দল৷ এসপি সিয়েম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমরা সব দিকই খতিয়ে দেখছি৷ চুরি-ডাকাতির চেষ্টা থেকে ওনার কিলিং, সব দিকই দেখা হচ্ছে৷’’
রাজার পরিবারের তরফে গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে৷ রাজার ভাই বিপিন রঘুবংশী দাবি করেছেন, ‘‘আমরা সিবিআই তদন্ত চাইছি৷ আমাদের মনে হয় ডাকাতি করে খুন করা হয়েছে৷ ওঁর (রাজার) পার্স, হীরের ব্রেসলেট মিসিং৷ সোনমকে মনে হয় কিডন্যাপ করা হয়েছে৷’’
আরও পড়ুন: কলকাতায় ফিরলেন অভিষেক, থাকবেন না জয়শঙ্করের ডাকা সর্বদলীয় বৈঠকে! জানালেন কারণ
ওই দম্পতি নংগ্রিয়াট গ্রামের একটি হোমস্টে থেকে গত ২৩ মে-ই চেক আউট করেছিলেন৷ রাজার দেহ যেখানে পাওয়া গিয়েছে সেই জায়গাটা হোমস্টে থেকে প্রায় ২০ কিমি দূরে। রাজারা আগের দিন পৌঁছেছিল মাওলাখিয়াতে৷ একটা স্কুটার ভাড়া নিয়েছিল৷ সেই স্কুটার পার্ক করা ছিল নংগ্রিয়াট গ্রামের লিভিংত রুট ব্রিজগুলির কাছে৷ তারপর তারা লিভিং রুট ব্রিজ দেখতে ৩,০০০ ধাপ নীচে নেমেছিল৷ সেখানেই রাত কাটিয়েছিল তারা।
রাজার দেহ পোস্টমর্টেম পরীক্ষার জন্য শিলংয়ের NEIGRIHMS-এ পাঠানো হয়েছে। সোনমের সন্ধান অব্যাহত থাকায়, তদন্তকারীরা আশা করছেন যে দাও এবং মোবাইল ফোনের পুনরুদ্ধার সন্দেহভাজন ডাবল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ সূত্র সরবরাহ করবে।