TRENDING:

Couple Missing in Meghalaya: খুনই হয়েছে নিশ্চই...মেয়েটাই বা কোথায়? গভীর খাদে উদ্ধার বিরাট ‘কাটারি’! শিলঙে নিখোঁজ নবদম্পতির সঙ্গে ঠিক কী হয়েছিল?

Last Updated:

ধীরে ধীরে সামনে আসছে একটার পর একটা সূত্র৷ এখনও পর্যন্ত পাওয়ার গিয়েছে মহিলাদের একটি সাদা শার্ট, একটা স্ক্রিন ভাঙা মোবাইল, এক পাতা অম্বলে ট্যাবলেট প্যানট্রা ৪০ এবং রাজার দেহে থাকা স্মার্টওয়াচ৷ এবার মেঘালয় পুলিশের হাতে এল একটা দাঁ বা কাটারি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেঘালয়: বিয়ের পরে শিলঙে হানিমুন করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন নবদম্পতি৷ রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গিয়েছিল তাঁদের স্কুটার৷ তারপর টানা ৮ দিন ধরে চলে খোঁজ৷ অবশেষে দু’দিন আগে মেঘালয়ের এক ঝর্নার পাশের একটি খাদ থেকে উদ্ধার হয় ইনদওরের যুবকের দেহ৷ স্ত্রীয়ের দেহ এখনও মেলেনি৷ কিন্তু কী ভাবে মৃত্যু হয়েছে নবদম্পতির? খুন না দুর্ঘটনা? মহিলার দেহই বা কোথায়? এবার একে একে মিলছে সব প্রশ্নের উত্তর৷ তবে অনেক প্রশ্নের উত্তর এখনও পাওয়ার বাকি৷
News18
News18
advertisement

ধীরে ধীরে সামনে আসছে একটার পর একটা সূত্র৷ এখনও পর্যন্ত পাওয়ার গিয়েছে মহিলাদের একটি সাদা শার্ট, একটা স্ক্রিন ভাঙা মোবাইল, এক পাতা অম্বলে ট্যাবলেট প্যানট্রা ৪০ এবং রাজার দেহে থাকা স্মার্টওয়াচ৷ এবার মেঘালয় পুলিশের হাতে এল একটা দাঁ বা কাটারি৷ এটাই খুনের সম্ভাব্য অস্ত্র বলে মনে করা হচ্ছে৷ উইসদং ঝরনার অনেক নীচের খাদে একটা ভাঙা মোবাইলের পাশাপাশি এই দাঁ উদ্ধার করা হয়েছে৷

advertisement

ইস্ট খাসি হিলের পুলিশ সুপার বিবেক সিয়েম জানিয়েছেন, রাজার স্ত্রী সোনমের খোঁজে তল্লাশি চলছে৷ NDRF, SDRF, এবং Special Operations Team যৌথ উদ্যোগে এই তল্লাশি চালাচ্ছে৷

আরও পড়ুন: ঠিক কী করতে চাইছে বাংলাদেশ? কেড়ে নিল মুজিবরের ‘শেষ’ সম্মান…বদলে দিল ‘মুক্তিযোদ্ধা’র সংজ্ঞা

বিয়ের পরে মেঘালয়ে হানিমুনে এসেছিলেন ইনদওরের নবদম্পতি রাজা এবং সোনম রঘুবংশী৷ কিন্তু বেড়াতে গিয়ে গত ২৩ মে থেকে নিখোঁজ হয়ে যায় ওই দম্পতি৷ ৮ দিন পরে মেঘালয়ের সোহরায় উইসদং ঝরনার পাশের খাদ থেকে মেলে রাজা পঁচাগলা দেহ৷ দেহের ডান হাতের রাজা ট্যাটু দেখেই নিশ্চিত হওয়া যায়, ওটা রাজারই দেহ৷

advertisement

রাজার স্ত্রী সাতাশ বছরের সোনমের খোঁজ এখনও চলছে৷ পুলিশ অজ্ঞাতপরিচয় আততায়ীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ তৈরি হয়েছে বিশেষ তদন্তকারী দল৷ এসপি সিয়েম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমরা সব দিকই খতিয়ে দেখছি৷ চুরি-ডাকাতির চেষ্টা থেকে ওনার কিলিং, সব দিকই দেখা হচ্ছে৷’’

রাজার পরিবারের তরফে গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে৷ রাজার ভাই বিপিন রঘুবংশী দাবি করেছেন, ‘‘আমরা সিবিআই তদন্ত চাইছি৷ আমাদের মনে হয় ডাকাতি করে খুন করা হয়েছে৷ ওঁর (রাজার) পার্স, হীরের ব্রেসলেট মিসিং৷ সোনমকে মনে হয় কিডন্যাপ করা হয়েছে৷’’

advertisement

আরও পড়ুন: কলকাতায় ফিরলেন অভিষেক, থাকবেন না জয়শঙ্করের ডাকা সর্বদলীয় বৈঠকে! জানালেন কারণ

ওই দম্পতি নংগ্রিয়াট গ্রামের একটি হোমস্টে থেকে গত ২৩ মে-ই চেক আউট করেছিলেন৷ রাজার দেহ যেখানে পাওয়া গিয়েছে সেই জায়গাটা হোমস্টে থেকে প্রায় ২০ কিমি দূরে। রাজারা আগের দিন পৌঁছেছিল মাওলাখিয়াতে৷ একটা স্কুটার ভাড়া নিয়েছিল৷ সেই স্কুটার পার্ক করা ছিল নংগ্রিয়াট গ্রামের লিভিংত রুট ব্রিজগুলির কাছে৷ তারপর তারা লিভিং রুট ব্রিজ দেখতে ৩,০০০ ধাপ নীচে নেমেছিল৷ সেখানেই রাত কাটিয়েছিল তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

রাজার দেহ পোস্টমর্টেম পরীক্ষার জন্য শিলংয়ের NEIGRIHMS-এ পাঠানো হয়েছে। সোনমের সন্ধান অব্যাহত থাকায়, তদন্তকারীরা আশা করছেন যে দাও এবং মোবাইল ফোনের পুনরুদ্ধার সন্দেহভাজন ডাবল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ সূত্র সরবরাহ করবে।

বাংলা খবর/ খবর/দেশ/
Couple Missing in Meghalaya: খুনই হয়েছে নিশ্চই...মেয়েটাই বা কোথায়? গভীর খাদে উদ্ধার বিরাট ‘কাটারি’! শিলঙে নিখোঁজ নবদম্পতির সঙ্গে ঠিক কী হয়েছিল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল