Abhishek Banerjee: কলকাতায় ফিরলেন অভিষেক, থাকবেন না জয়শঙ্করের ডাকা সর্বদলীয় বৈঠকে! জানালেন কারণ

Last Updated:

বিমানবন্দরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানালেন, বুধবার বিদেশমন্ত্রী বিদেশে যাওয়া প্রতিনিধিদলগুলিকে নিয়ে পৃথক পৃথক বৈঠক ডেকেছেন। কিন্তু তিনি ওই বৈঠকে থাকতে পারছেন না, তা চিঠি দিয়ে জানিয়েছেন। কারণ, তাঁর কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে।

* কলকাতায় ফিরেই জরুরি কর্মসূচীতে অভিষেক বন্দোপাধ্যায়। 
* কলকাতায় ফিরেই জরুরি কর্মসূচীতে অভিষেক বন্দোপাধ্যায়। 
কলকাতা: সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সফর সেরে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানালেন, বুধবার বিদেশমন্ত্রী বিদেশে যাওয়া প্রতিনিধিদলগুলিকে নিয়ে পৃথক পৃথক বৈঠক ডেকেছেন। কিন্তু তিনি ওই বৈঠকে থাকতে পারছেন না, তা চিঠি দিয়ে জানিয়েছেন। কারণ, তাঁর কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। কালীগঞ্জের উপনির্বাচন ছাড়াও ডায়মন্ড হারবার কেন্দ্রে কিছু জরুরি বৈঠক রয়েছে। সেগুলির কারণেই ফিরে আসা। তবে সফরের যে অভিজ্ঞতা এবং উপলব্ধি তা তিনি লিখিত আকারে বিদেশমন্ত্রীকে জানাবেন।
মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ কলকাতা ফেরেন অভিষেক বন্দোপাধ্যায়। অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হবে। সেই দলে ইউসুফ পাঠানের নাম রাখা হয়। যদিও তৃণমূলের তরফে মমতা ও অভিষেক বন্দোপাধ্যায় উভয়েই জানান, কেন্দ্রের দলে তাদের যেতে আপত্তি নেই। কিন্তু কে যাবে, সেটা কেন্দ্র ঠিক না করে সেই নির্দিষ্ট দলকে ঠিক করতে দিক। এর পরেই সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানেই স্থির হয় অভিষেক বন্দোপাধ্যায় যাবেন। জাতীয় সুরক্ষা নিয়ে তার বার্তা ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। মালয়েশিয়াতেও কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। মঙ্গলবার, মালয়েশিয়ার সংসদের স্পিকার ড. জোহারি বিন আবদুলের বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্যরা। সেইসঙ্গে মালয়েশিয়ার সংসদেও তুলে ধরলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপসহীন ও কঠোর জিরো টলারেন্স নীতির কথাও। পাকিস্তানের সন্ত্রাসবাদ আর অপারেশন সিঁদুরের কথা বিশ্ববাসীকে জানাতে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার পরে মালয়েশিয়ায় রয়েছে ভারতীয় সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। সেখানে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি প্রবাসীদের সঙ্গে বৈঠক করেন অভিষেক।
advertisement
advertisement
এদিন, মালয়েশিয়ার সংসদের স্পিকার ড. জোহারি বিন আবদুলের পাশাপাশি, মালয়েশিয়ার সংসদের পররাষ্ট্র-বিষয়ক সংসদীয় বিশেষ কমিটি এবং দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলভিত্তিক সন্ত্রাস দমন কেন্দ্রের ডিরেক্টর জেনারেল ড্যাটিন পদুকা নুর আশিকিন মহম্মদ তাইবের সঙ্গেও বৈঠক করেন। সন্ত্রাসবাদীদের হুমকির মোকাবিলায় বিশ্বমঞ্চে সংসদীয় সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: কলকাতায় ফিরলেন অভিষেক, থাকবেন না জয়শঙ্করের ডাকা সর্বদলীয় বৈঠকে! জানালেন কারণ
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement