ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষা অনুযায়ী ৬০ আসনের মেঘালয় বিধানসভায় কনরাড সাংমার শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি ১৮ থেকে ২৪ টি আসনে জিততে পারে। ৬ থেকে ১২ টি আসনে জিততে পারে কংগ্রেস। তৃণমূল কংগ্রেস জিততে পারে ৫ থেকে ৯টি আসনে। বিজেপি জিততে পারে ৪ থেকে ৮টি আসনে। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি) জিততে পারে ৮ থেকে ১২ টি আসনে। অন্যান্যরা ৪ থেকে ৮ আসনে জিততে পারে।
advertisement
ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা অনুযায়ী মেঘালয়ে ১৬ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেতে পারে ১৪ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ১৯ শতাংশ ভোট ন্যাশনাল পিপলস পার্টি পেতে পারে ২৯ শতাংশ। অন্যান্যরা পেতে পারে ১১ শতাংশ। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি পেতে পারে ১১ শতাংশ ভোট।
মেঘালয়ে ৩ হাজার ৪১৯টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। দুটি রাজ্যই মোট ৫৫০ জনেরও বেশি প্রার্থী তাঁদের ভাগ্য নির্ধারণের চেষ্টা করছেন। ২ মার্চ মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে। এবার মেঘালয়ে সব রাজনৈতিক দল এককভাবে নির্বাচনে লড়ছে। বিজেপি এবার ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে জোট করেনি।
আরও পড়ুন- সামনেই পঞ্চায়েত ভোট, শনিবার 'বড়দিন'! হতে পারে বিরাট সিদ্ধান্ত
২০১৮ সালে বিধানসভা ভোটের পর মেঘালয়ে সরকার গড়েছিল এনপিপি-বিজেপি জোট। বিরোধী দলে ছিল কংগ্রেস। কিন্তু মুকুল সাংমার নেতৃত্বে মেঘালয়ে বেশ কয়েকজনের বিধায়কের দলবদলের পরে সেই রাজ্যে বিরোধী দলের মর্যদা পেয়েছিল তৃণমূল। ভোটের আগে প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে বিধানসভা ভোটের পর মেঘালয়ে সরকার গড়েছিল এনপিপি-বিজেপি জোট। বিরোধী দলে ছিল কংগ্রেস। কিন্তু মুকুল সাংমার নেতৃত্বে সেই কংগ্রেসের এক ডজনের বেশি বিধায়ক তৃণমূলে যোগ দিয়ে দেন। গত দেড় বছর ধরে তৃণমূলই খাতায় কলমে ছিল মেঘালয়ের বিরোধী দল। তবে বুথফেরত সমীক্ষার ফল যদি মিলে যায় তাহলে পুরনো ঐতিহ্যই থাকবে পাহাড়ি রাজ্যে৷ আপাতত দাঁত ফোটাতে পারবে না কোনও দল৷
আরও পড়ুন:
- Tripura, Meghalaya, Nagaland Exit Poll 2023 : অ্যাক্সিসের এক্সিট পোলে ত্রিপুরা, নাগাল্যান্ড বিজেপির দখলে, ত্রিশঙ্কু হতে পারে মেঘালয়ের ফল
- Tripura Exit Poll: ত্রিপুরায় জয়জয়কার বিজেপি-রই, বলছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা, আসন রফায় লাভ হল না বাম-কংগ্রেসের
আপডেট পড়ুন ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 (Tripura Election Result 2023) এখানে খবর