মুকুল সাংমা-র নেতৃত্বে একাধিক নেতা তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছে। মেঘালয় ক্ষমতা বেড়েছে তৃণমূল কংগ্রেসের। ত্রিপুরায় বর্তমানে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূল কংগ্রেস। মেঘালয় বিধানসভা নির্বাচনে কটা আসন পাবে তৃণমূল কংগ্রেস? আপাতত সেই প্রশ্নই জোর চর্চায় রাজনৈতিক মহলে।
আরও পড়ুন- সকাল ৮টা থেকে শুরু হবে ত্রিপুরায় ভোট গণনা, কড়া নিরাপত্তা গোটা রাজ্যজুড়েই
advertisement
মুকুল সাংমাকে মুখ্যমন্ত্রী মুখ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। মেঘালয়ের একাধিক জেলায় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা বেড়েছে তেমনটাই দাবি করছে তৃণমূলে শীর্ষ নেতৃত্ব। আর তাঁকে মাথায় রেখেই ৫৬ টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। যার মধ্যে মুকুল সাংমা নিজেই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল বাড়াতে একাধিক সভা করেছেন খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মেঘালয় বিভিন্ন প্রান্তে সভা করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস মেঘালয় সরকার গঠন করবে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এক্সিট পোল অন্য কথা বলছে। তবে এক্সিট পোলের সমীক্ষায় গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, নির্বাচনের গণনা দিনই মেঘালয় পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়ী বিধায়কদের সংবর্ধনা জানানোর পাশাপাশি একাধিক কর্মসূচি নিয়ে মেঘালয় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে মেঘালয়ের তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে?
আরও পড়ুন- আজ নজর তিন রাজ্যের ভোটের ফলাফলে, ত্রিপুরায় গেরুয়া ঝড় না ত্রিশঙ্কু? দেখুন লাইভ আপডেট
নির্বাচনের ফলাফল বেরনোর পর তাও স্পষ্ট ভাবে জানাবেন তিনি। সূত্রের খবর এদিন দুপুরেই শিলং এয়ারপোর্টে নামবেন তিনি। নেমে সরাসরি তৃণমূলের পার্টি অফিসে যাবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই তৃণমূলের দিকে কটা আসনের পাল্লা ভারী সেই ট্রেন্ড অবশ্য স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, মেঘালয়ের শিলং-এর তৃণমূলের পার্টি অফিসে জয়ী বিধায়কদের দুপুরের পর থেকেই আসতে বলা হয়েছে বলেই সূত্রের খবর। এদিন দুপুরেই মেঘালয় পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লাইভ আপডেট পান ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 | Tripura Election Result 2023 এখানে
