TRENDING:

আত্মহত্যা রুখতে এবার ‘অ্যান্টি সুইসাইড ফ্যান’ !

Last Updated:

প্রেমে ব্যর্থ ? সিলিং ফ্যানে দড়ি বা ওড়না জড়িয়ে গলায় ফাঁস, আত্মহত্যা ! পরীক্ষায় ব্যর্থ ? সেই একইভাবে মৃত্যুকে কাছে ডেনে আনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোটা: প্রেমে ব্যর্থ ? সিলিং ফ্যানে দড়ি বা ওড়না জড়িয়ে গলায় ফাঁস, আত্মহত্যা ! পরীক্ষায় ব্যর্থ ? সেই একইভাবে মৃত্যুকে কাছে ডেনে আনা ৷ হতাশা থেকে মুক্তি পেতে, এ যেন সহজ উপায় হয়ে দাঁড়িয়েছে ৷ ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানে গলায় দড়ি !
advertisement

এবার আত্মহত্যা রুখতে একেবারে নতুন ভাবনা নিয়ে এল পেশায় ইঞ্জিনিয়ার শরদ আসানি ৷ একসময় ক্রমটন কোম্পানিতে কাজ করতেন তিনি ৷ এখন অবসর প্রাপ্ত ৷ সিলিং ফ্যান ডিজাইন করা তাঁর বা হাতের খেলা ৷ আর ফ্যান ডিজাইন করতে করতেই অ্যান্টি সুইসাইড ফ্যান তৈরি করার কথা মাথায় এল শরদের ৷ প্রায় এক বছরের চেষ্টায় এই ফ্যান তৈরি করে ফেললেন শরদ ৷

advertisement

শরদের কথায়, ‘আমি কোটার বাসিন্দা ৷ গোটা দেশে কোটাকেই বলা হয় কোচিং হাব ৷ দেশের বড় বড় পরীক্ষার জন্য এখানেই ট্রেনিং দেওয়া হয় ৷ আর আমি নিজের চোখে দেখেছি, মেসে থাকতে এসে কত ছাত্ররা পড়াশুনোর চাপে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ৷ আর বেশিরভাগই ঘরের সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে ৷ এই কারণেই এই অ্যান্টি সুইসাইড ফ্যান তৈরি করেছি ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শরদের কথায়, ‘এই ফ্যানে গলায় ফাঁস দিয়ে ঝুলতে গেলেই, পুরো ফ্যানটি খুলে মাটিতে নেমে আসবে৷ আর যার ফলে কোনওভাবেই গলায় ফাঁস লাগানো সম্ভব হবে না৷ শুধু তাই নয়, ফ্যানে বিশেষ অ্যালার্ম থাকবে ৷ কেউ আত্মহত্যার চেষ্টা করলে সেই অ্যালার্ম বেজে উঠবে !’

বাংলা খবর/ খবর/দেশ/
আত্মহত্যা রুখতে এবার ‘অ্যান্টি সুইসাইড ফ্যান’ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল