TRENDING:

Meerut Murder Update: ৪ মার্চ খুন, ৬ মার্চ দাদার ফোন থেকে কী মেসেজ পেল সৌরভের বোন? মিরাট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

হোয়াটসঅ্যাপে মেসেজের জবাব দিলেও ফোন ধরছিলেন না সৌরভ৷ এতেই পরিবারের সদস্যদের সন্দেহ হওয়ায় তাঁরা বিষয়টি পুলিশকে জানান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিরাট: গত ৪ মার্চ মিরটে খুন হন পেশায় মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত নামে ২৯ বছরের এক যুবক৷ হাড় হিম করা এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সৌরভের স্ত্রী মুসকান এবং তার প্রেমিক সাহিলকে গ্রেফতার করেছে পুলিশ৷ আর সেই তদন্ত করতে গিয়েই চাঞ্চল্যকর একের পর এক তথ্য সামনে আসছে৷ স্পষ্ট হচ্ছে, পরকীয়া সম্পর্কের জন্য কতটা ঠান্ডা মাথায় নিজের স্বামীকে খুন এবং প্রমাণ লোপাটের ছক করেছিল মুসকান৷
মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত খুনে আরও চাঞ্চল্যকর তথ্য৷
মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত খুনে আরও চাঞ্চল্যকর তথ্য৷
advertisement

পুলিশ জানতে পেরেছে, ৪ মার্চ তারিখ খুন হলেও সৌরভের ফোন থেকে ৬ মার্চ হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পান তাঁর বোন চিঙ্কি৷ তার উত্তরও দেন তিনি৷ তখনও তিনি জানতেন না, তাঁর দাদাকে খুন করে দেহ টুকরো টুকরো করে একটি ড্রামে ভরে রাখা হয়েছে৷ ৮ তারিখ ফের দাদাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন চিঙ্কি৷ তার জবাবও আসে৷ আসলে সৌরভ জীবিত আছেন তা বোঝাতে তাঁর স্ত্রী মুসকানই স্বামীর ফোন থেকে তাঁর পরিচিতদের সঙ্গে কথোপকথন চালাচ্ছিল৷

advertisement

আরও পড়ুন: কোলের উপরে বস্তায় স্বামীর দেহ, প্রেমিকের বাইকে চেপে ফেলতে গেলেন স্ত্রী! মিরাটের পর এবার জয়পুর

৬ তারিখ সৌরভর নম্বর থেকে আসা মেসেজে চিঙ্কিকে জিজ্ঞেস করা হয় যে তিনি হোলিতে বাড়িতে আসবেন কি না৷ জবাবে চিঙ্কি জানান তিনি বাড়ি আসবেন৷ তখনই সৌরভের নম্বর থেকে জবাব আসে, কয়েকদিনের জন্য তিনি মানালিতে বেড়াতে গিয়েছেন৷ ফলে হোলির অনুষ্ঠানে বাড়ি আসতে পারবে না৷ দাদা নিজেই এ কথা বলছেন ভেবে বিশ্বাস করে নেন চিঙ্কি৷ ৮ তারিখ দাদাকে ফের মেসেজ করে চিঙ্কি জানতে চায়, কেন মেয়েকমানালি নিয়ে গেল না সে? এবার জবাব আসে, ‘এখানে খুব ঠান্ডা, বাইরে -১০ ডিগ্রি সেসলিয়াস তাপমাত্রা৷ মেয়েকে আনলে ওর ঠান্ডা লেগে যেত৷’

advertisement

তবে হোয়াটসঅ্যাপে মেসেজের জবাব দিলেও ফোন ধরছিলেন না সৌরভ৷ এতেই পরিবারের সদস্যদের সন্দেহ হওয়ায় তাঁরা বিষয়টি পুলিশকে জানান৷ তদন্তে নেমে সৌরভের স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ৷

এখনও পর্যন্ত জানা গিয়েছে, ২০১৬ সালে প্রেম করে বিয়ে হয় সৌরভ ও মুসকানের৷ দু বাড়ি ভাড়া করে থাকতেন মিরাটের ইন্দিরানগর এলাকায়৷ ২০১৯ সালে একটি কন্যাসন্তান হয় তাঁদের৷ এর পরই নিজের বন্ধু সাহিলের সঙ্গে স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পারেন সৌরভ৷ শুরু হয় অশান্তি৷ একটা সময়ের পর আলাদা থাকতে শুরু করেন তাঁরা৷ ২০২৩ সালে ফের মার্চেন্ট নেভির কাজে যোগ দেন সৌরভ৷ মেয়ের জন্মদিন উদযাপন করতে গত ২৪ ফেব্রুয়ারি লন্ডন থেকে মিরাটে ফেরেন তিনি৷

advertisement

ইন্দিরা নগরের ভাড়া বাড়িতেই স্ত্রী এবং মেয়ের সঙ্গে থাকছিলেন সৌরভ৷ প্রথম কয়েকদিন মেয়েকে স্কুলেও দিতে যান তিনি৷ আচমকা ৪ তারিখের পর সৌরভ উধাও হয়ে যাওয়ায় খোঁজ খবর শুরু করেন তাঁর পরিবারের সদস্য এবং পাড়া প্রতিবেশীরা৷ তখন সৌরভের স্ত্রী মুসকান সবাইকে বলে, সে মানালিতে বেড়াতে গিয়েছে৷ এর পর নিজেই প্রেমিক সাহিলকে নিয়ে মানালি চলে যায় মুসকান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

সৌরভের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মানালির ছবিও পোস্ট করে সে৷ সৌরভ যে বেঁচে আছে, সেটা প্রমাণ করেই তাঁর পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল মুসকান৷ যদিও তার সেই চেষ্টা সফল হয়নি৷ মুসকানের ফাঁসির দাবি জানিয়েছেন তার বাবা-মাও৷

বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder Update: ৪ মার্চ খুন, ৬ মার্চ দাদার ফোন থেকে কী মেসেজ পেল সৌরভের বোন? মিরাট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল