TRENDING:

Meerut Saurabh Rajput Murder: ‘মেয়ে বলল, বাবা ড্রামের ভিতরে...!’, কীভাবে মিলল সৌরভ রাজপুতের দেহ? স্ত্রী ও প্রেমিকের ফাঁসির দাবি

Last Updated:

Meerut Saurabh Rajput Murder: অভিযোগ, স্ত্রী ও তাঁর প্রেমিক মিলে খুন করেন সৌরভকে। শুধু তাই নয়, দেহ টুকরো টুকরো করে কেটে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে এঁটে দেন তাঁরা। এমন নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠেছে মেরঠ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেরঠ: মেয়ের জন্মদিন। অনেক উপহার আর খেলনা কিনে বাড়ি ফিরেছিলেন মার্চেন্ট নেভির অফিসার সৌরভ রাজপুত। সেই শেষ। অভিযোগ, স্ত্রী ও তাঁর প্রেমিক মিলে খুন করেন সৌরভকে। শুধু তাই নয়, দেহ টুকরো টুকরো করে কেটে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে এঁটে দেন তাঁরা। এমন নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠেছে মেরঠ।
‘মেয়ে বলল, বাবা ড্রামের ভিতরে’, কীভাবে মিলল সৌরভ রাজপুতের দেহ?
‘মেয়ে বলল, বাবা ড্রামের ভিতরে’, কীভাবে মিলল সৌরভ রাজপুতের দেহ?
advertisement

অভিযুক্ত পুত্রবধূ মুসকান ও তাঁর প্রেমিক সাহিল শুক্লার ফাঁসির দাবি জানিয়েছে মৃত সৌরভের পরিবার। সৌরভের মা রেণুদেবীর অভিযোগ, পুত্রবধূ মুসকান ও তাঁর প্রেমিক সাহিল মিলে সৌরভকে খুন করে, তারপর দেহ একটি ড্রামে সিমেন্ট দিয়ে ভরে রেখে সিমলা ঘুরতে চলে যায়, যেন কিছুই হয়নি।

আরও পড়ুন– ধনশ্রীর সঙ্গে চাহালের বিচ্ছেদের জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে, তারই মাঝে রহস্যজনক পোস্ট আরজে মাহওয়াশের ! এ কী লিখলেন তিনি?

advertisement

৪ মার্চ থেকে নিখোঁজ ছিলেন সৌরভ। সম্প্রতি মুসকান এবং সাহিল ড্রাম সরানোর জন্য কয়েকজন শ্রমিককে ডেকে আনেন। কিন্তু ড্রাম তুলতে গিয়েই বিপত্তি বাঁধে। প্রচণ্ড ভারি। সরানোই যাচ্ছে না। শ্রমিকরা জানতে চান, ভিতরে কী আছে? মুসকান অবলীলায় বলে দেন, বাড়ির আবর্জনা। টানাহেঁচড়ার মধ্যেই ড্রামের ঢাকনা খুলে যায়। তীব্র দুর্গন্ধ বেরতে থাকে। সন্দেহ হয় শ্রমিকদের। তাঁরা পুলিশে খবর দেন।

advertisement

সৌরভ রাজপুতের মা বলেন, “ওরা (মুসকান ও সাহিল) আমার ছেলেকে খুন করে বেড়াতে চলে যায়। একটা ঘরে দেহ রেখেছিল। বাড়ির মালিক (সৌরভ ও মুসকানকে) ঘর খালি করতে বলেন। তখন ওরা (মুসকান ও সাহিল) দেহ ড্রামে ভরে রাখে। কিন্তু শ্রমিকরা তুলতে পারছিল না। এত ভারী কেন, জিজ্ঞেস করে, তখন মুসকান বলেন, বাড়ির আবর্জনা আছে। হঠাৎ ড্রামের ঢাকনা খুলে যায়। দুর্গন্ধ বেরতে থাকে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়।”

advertisement

আরও পড়ুন– এক লহমায় ৭০০ কোটি টাকা আয় করেছে ভিকি কৌশলের ‘ছাভা’; তবে আসল খেলা তো শুরু হবে এবার, কারণ বক্স অফিস কাঁপাতে আসছে এই ৭টি ছবি

মুসকানের পরিবারের দিকেও কাঠগড়ায় তুলেছেন রেণুদেবী। তাঁর দাবি, ওঁরা সব জানতেন, “পুলিশ আসতেই মুসকান মায়ের কাছে গিয়ে সব বলতে শুরু করেন। আসলে ওঁর মা আগে থেকেই সব জানতেন। কিন্তু বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। বলেছিলেন, মুসকান না কি তখনই জানায়, সে সৌরভকে খুন করেছে।“

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

মুসকান এবং সাহিলকে গ্রেফতার করেছে পুলিশ। এখন দু’জনের ফাঁসি চান সৌরভের মা। তাঁর আরও অভিযোগ, সৌরভের মেয়ে প্রতিবেশীদের বলেছিল, বাবা ড্রামে আছে। হয়তো কিছু দেখে ফেলেছিল। পুলিশি তদন্তে উঠে এসেছে, মুসকান ও তাঁর প্রেমিক সাহিল সৌরভকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। তারপর দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দেয়। এর মধ্যে বাড়ির মালিক তাঁদের ঘর খালি করতে বলেন। তখন ড্রাম সরানো ছাড়া আর কোনও উপায় থাকে না। শ্রমিকরা ড্রাম সরাতে গেলে ঢাকনা খুলে যায়। তখনই গোটা ঘটনা সামনে আসে।

বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Saurabh Rajput Murder: ‘মেয়ে বলল, বাবা ড্রামের ভিতরে...!’, কীভাবে মিলল সৌরভ রাজপুতের দেহ? স্ত্রী ও প্রেমিকের ফাঁসির দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল