TRENDING:

ব্যক্তিগত স্বার্থে নয়, বিজেপিকে রুখতেই সপা-বিএসপি জোট: মায়াবতী

Last Updated:

লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ আর সেই নির্বাচনে বিজেপিকে সর্বেসর্বা হতে দিতে নারাজ বিরোধী দলগুলি ৷ পাশাপাশি, বিজেপির ক্রমাগত নিম্নমুখী গ্রাফ ফেডারেল ফ্রন্ট গঠনের বিষয়টিকে আরও জোরাল করছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ আর সেই নির্বাচনে বিজেপিকে সর্বেসর্বা হতে দিতে নারাজ বিরোধী দলগুলি ৷ পাশাপাশি, বিজেপির ক্রমাগত নিম্নমুখী গ্রাফ ফেডারেল ফ্রন্ট গঠনের বিষয়টিকে আরও জোরাল করছে ৷ ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে সপা-বিএসপি ৷ এই দুইয়ের জোটে উত্তরপ্রদেশের ফুলপুর এবং গোরক্ষপুরে বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি ৷ তাই সপা-বিএসপি জোট ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও একসঙ্গে লড়বে ৷ মায়াবতীর এহেন জোটের সিদ্ধান্তের পরই বিজেপির তোপের মুখে পড়েছেন তিনি ৷
advertisement

আরও পড়ুন: সিঙ্গাপুরে তথ্য পাচার করছেন রাহুল গান্ধি, দাবি বিজেপির

সপা-বিএসপি জোট নিয়ে বিজেপির অন্দরে তৈরি হওয়া গুজব নিয়ে এবার মুখ খুললেন মায়াবতী ৷ তিনি বলেন, জাতীয় স্বার্থেই সপার সঙ্গে জোটবদ্ধ হয়েছে বিএসপি ৷ কিন্তু দুটি দল কোনও ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য জোটবদ্ধ যে হয়নি, সে কথা এদিন সাফ জানিয়ে দিয়েছেন মায়াবতী ৷ পাশাপাশি তিনি এও বলেন, দেশের উন্নয়েনের জন্য বিজেপিকে রুখতেই জোটবদ্ধতা ৷ এর পিছনে অন্য কোনও স্বার্থ নেই ৷

advertisement

আরও পড়ুন: বোমা বিস্ফোরণে পা খুইয়েও ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ আসনার

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জিএসটি থেকে নোটবন্দি ৷ দেশের জন্য একের পর এক ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপি ৷ তাই দেশের উন্নতি থমকে গিয়েছে ৷ সাধারণ মানুষের মধ্যে সমস্যা বেড়ে গিয়েছে ৷ সেই কারণে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সরকারের পরিবর্তন আনার ডাক দিলেন মায়াবতী ৷ তাই দেশের বিরোধী শক্তিগুলি জোটবদ্ধ হওয়ার ডাক দিলেন মায়াবতী ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ব্যক্তিগত স্বার্থে নয়, বিজেপিকে রুখতেই সপা-বিএসপি জোট: মায়াবতী