আরও পড়ুন: সিঙ্গাপুরে তথ্য পাচার করছেন রাহুল গান্ধি, দাবি বিজেপির
সপা-বিএসপি জোট নিয়ে বিজেপির অন্দরে তৈরি হওয়া গুজব নিয়ে এবার মুখ খুললেন মায়াবতী ৷ তিনি বলেন, জাতীয় স্বার্থেই সপার সঙ্গে জোটবদ্ধ হয়েছে বিএসপি ৷ কিন্তু দুটি দল কোনও ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য জোটবদ্ধ যে হয়নি, সে কথা এদিন সাফ জানিয়ে দিয়েছেন মায়াবতী ৷ পাশাপাশি তিনি এও বলেন, দেশের উন্নয়েনের জন্য বিজেপিকে রুখতেই জোটবদ্ধতা ৷ এর পিছনে অন্য কোনও স্বার্থ নেই ৷
advertisement
আরও পড়ুন: বোমা বিস্ফোরণে পা খুইয়েও ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ আসনার
জিএসটি থেকে নোটবন্দি ৷ দেশের জন্য একের পর এক ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপি ৷ তাই দেশের উন্নতি থমকে গিয়েছে ৷ সাধারণ মানুষের মধ্যে সমস্যা বেড়ে গিয়েছে ৷ সেই কারণে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সরকারের পরিবর্তন আনার ডাক দিলেন মায়াবতী ৷ তাই দেশের বিরোধী শক্তিগুলি জোটবদ্ধ হওয়ার ডাক দিলেন মায়াবতী ৷