মেঘালয়ের মৌসিনরাম থেকে ৬০ কিমি দূরে অবস্থিত ‘মোজাংবুয়েন গুহ’ ৷ আর তার গা ঘেঁষেই অনবরত ঝরে চলা এক ধরনা ৷ এই গুহের আশপাশে উঁকি হয়ে সবুজে ভরা খাসি পাহাড় ৷ সেই পাহাড় থেকেই জলধারা নেমে এসে পড়ে এই গুহাতে ৷
এই গুহার মধ্যেই রয়েছে. ক্যালকেরিয়াস বালির স্টোন রূপ নিয়েছে শিবলিঙ্গের ৷ যা কিনা সব সময়ই হতবাক করে পর্যটকদের ৷
advertisement
এই গুহ-র শিবলিঙ্গ অবিকল যেন অমরনাথ ৷ আর সেই কারণেই একে বলা হয় ‘অমরনাথ অফ দ্য ইস্ট’ ৷ শিবরাত্রি হোক বা শ্রাবণ মাস, যেকোনও পুণ্যতিথিতেই ভক্তদের ভিড় নজরে পড়ে এই জায়গায় ৷ ভক্তদের কথায়, এই জায়গার মহিমাই হল এই শিবলিঙ্গ থেকে অবিরাম বয়ে চলে জল ৷ যা দর্শন করতেই ভিড় জমে ভক্তদের ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2019 3:28 PM IST