TRENDING:

Landslides Hit Kerala's Wayanad: কেরলের ওয়ানাড়ে ব্যাপক ধ্বস, মৃত কমপক্ষে ১৯, আটকে শতাধিক

Last Updated:

Landslides Hit Kerala's Wayanad: অত্যাধিক বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি কেরলে ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ফলে আপদকালীন টিমকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেরল: মঙ্গলবার, ভোর রাতে কেরলের ওয়ানাড় জেলার মেপ্পাদির কাছে বেশ কয়েকটা পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়েছে৷ এই ঘটনায় এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, অন্তত পাঁচজনের মৃত্যু ঘটেছে৷ প্রায় শতাধিক লোক আটকে পড়ার আশঙ্কা করা হয়েছে৷
মঙ্গলবার, ভোর রাতে কেরলের ওয়েনাড়ে ব্যাপক ভূমিধস হয়েছে(Image: News18.com)
মঙ্গলবার, ভোর রাতে কেরলের ওয়েনাড়ে ব্যাপক ভূমিধস হয়েছে(Image: News18.com)
advertisement

অত্যাধিক বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি এই ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ফলে আপদকালীন টিমকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে৷

আরও পড়ুন: ছোটবেলা থেকেই চোখে ছিল ইউপিএসসির স্বপ্ন, দিল্লির রাজেন্দ্রনগরের ঘটনায় সলিল সমাধি স্বপ্নের, হাহাকার তানিয়ার পিতার

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচজনের মধ্যে চারজনের মৃতদেহ মেপ্পাদির সিএইচএসিতে নিয়ে যাওয়া হয়েছে৷ ৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

advertisement

তিনি বলেছেন, ‘‘আমরা এখনও অবধি পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে৷ উদ্ধার অভিযান চলছে। আমরা চেষ্টা করছি সকলকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসার।’’

আরও পড়ুন: সরকারি উদাসীনতাতেই মৃত্যু দাবী বিজেপির, রাজেন্দ্রনগরের ইউপিএসসি পড়ুয়ার মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক তরজা

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

ধসে রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ার কারণে উদ্ধারকর্মীরা এখনও মুন্ডাকাই যেতে পারছে না৷ কেরলের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় এনডিআরএফের দল মোতায়েন করা রয়েছে৷ আরও একদল এনডিআরএফের টিম ক্ষতিগ্রস্থ এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Landslides Hit Kerala's Wayanad: কেরলের ওয়ানাড়ে ব্যাপক ধ্বস, মৃত কমপক্ষে ১৯, আটকে শতাধিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল