TRENDING:

কেদারনাথ মন্দিরের পিছনে ভয়ঙ্কর তুষারধস, শিউরে ওঠার মতো ভিডিও

Last Updated:

Avalanche In Kedarnath: মন্দিরের গা ছুঁয়ে নামছে তুষারধস। ভয়ঙ্কর ভিডিও দেখে আঁতকে উঠছেন অনেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেদারনাথ: দশ দিনে এই নিয়ে দুবার! ফের বড়সড় তুষারধসের ঘটনা ঘটল কেদারনাথ মন্দির লাগোয়া পার্বত্য অঞ্চলে। তবে এবারও অক্ষত মন্দির। কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত নেই। তবে তুষারধসের সেই ভিডিও দেখে আঁতকে উঠতে পারেন। প্রকৃতির রুদ্র রূপ দেখে ভয় লাগতে পারে।
advertisement

২২ সেপ্টেম্বর কেদারনাথ মন্দিরের পিছনের দিকে চোরাবারি হিমবাহের ক্যাচমেন্ট-এ তুষারধসের ঘটনা ঘটেছিল। দশ দিন কাটতে না কাটতে ফের বিপর্যয়। গত কয়েকদিনে ভারি বৃষ্টিতে জেরবার উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চল। রুদ্রপ্রয়াগে এনএইচ ১০-এ ধসের ঘটনা ঘটেছিল। তাতে মহাসড়ক বন্ধ হয়ে গিয়েছিল কিছুটা সময়ের জন্য। তীব্র যানজটের পরিস্থিতিও তৈরি হয়েছিল।

আরও পড়ুন- কানপুরে গাড়ি দুর্ঘটনায় মৃতদের বেশিরভাগ শিশু ও মহিলা, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

advertisement

দিনসাতেক আগে ধসের জেরে সাময়িক ভাবে আদি কৈলাস মানসরোবর যাত্রার অন্যতম রুট বন্ধ রাখতে বাধ্য হয়েছিল প্রশাসন। উত্তরাখণ্ডের নাজাং তাম্বা গ্রামের কাছে সেই ভূমিধস দেখে আঁতকে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই ধসের জেরে জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছিল।

advertisement

অন্তত ৪০ জন তীর্থযাত্রী আটকে পড়েছিলেন সেই ভূমিধসের জেরে। হৃষিকেশ-গঙ্গোত্রী হাইওয়ের উপর পড়ে থাকতে দেখা যায় বড় বড় পাথর ও বোল্ডার। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য়রা দিন-রাত এক করে কাজ করতে শুরু করেন। আর এবার কেদারনাথ মন্দির লাগোয়া অঞ্চলে ফের তুষারধস। আর এবারের ভিডিও দেখেও ভয়ে কাঁটা হয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন- দাদা-কাকা বলে ডাকা যাবে না! উবের চালকের গাড়ির নোটিশে হাসাহাসি নেটপাড়ায়

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির প্রেসিডেন্ট অজেন্দ্র অজয় জানিয়েছেন, তুষারধসে মন্দিরের কোনও ক্ষয়-ক্ষতি হয়নি। তবে দিন দশেকের মধ্যে পর পর ২ বার তুষারধসে কার্যত আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে এলাকাজুড়ে।

বাংলা খবর/ খবর/দেশ/
কেদারনাথ মন্দিরের পিছনে ভয়ঙ্কর তুষারধস, শিউরে ওঠার মতো ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল