TRENDING:

Lover sends parcel bomb to married woman: বিবাহিত প্রাক্তন প্রেমিকার জন্য উপহার পাঠালেন প্রেমিক, খুলতেই মর্মান্তিক পরিণতি

Last Updated:

Lover sends parcel bomb to married woman: সম্পর্কের মর্মান্তিক পরিণতি হল গুজরাতের ভাদালিতে। বৃহস্পতিবার প্রেমিকাকে একটি পার্সেল পাঠান তাঁর প্রেমিকা। ঘটনাচক্রে পার্সেলটি খোলার পরেই বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান প্রেমিকার স্বামী, গুরুতর আহত হয় তাঁর ১২ বছরের মেয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাদালি: সম্পর্কের মর্মান্তিক পরিণতি হল গুজরাতের ভাদালিতে। বৃহস্পতিবার প্রেমিকাকে একটি পার্সেল পাঠান তাঁর প্রেমিকা। ঘটনাচক্রে পার্সেলটি খোলার পরেই বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান প্রেমিকার স্বামী, গুরুতর আহত হয় তাঁর ১২ বছরের মেয়ে।
সম্পর্কের মর্মান্তিক পরিণতি।
সম্পর্কের মর্মান্তিক পরিণতি।
advertisement

আরও পড়ুন: বিনে পয়সায় চড়া যায় ট্রেনে, ৭৬ বছর ধরে পরিষেবা দিচ্ছে রেল, কোথায় চলে এই ট্রেন?

সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না সেই মহিলা, তাই পার্সেলটি খোলেন মহিলার স্বামী, তার পরেই বিস্ফোরণ ঘটে। অভিযোগ, মহিলার প্রেমিক জয়ন্তিভাই বালুসিংহ অটোয় করে প্রেমিকার জন্য উপহার পাঠিয়েছিলেন। উপহারের মধ্যে টেপ রেকর্ডার জাতীয় কোনও বস্তু ছিল, সেটি খোলার পরেই বিস্ফোরণ ঘটে।

advertisement

আরও পড়ুন: কোভিশিল্ড নেওয়ার পরেই মেয়ের মৃত্যুর অভিযোগ, মামলা করতে পারে নিহতের পরিবার

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

ঘটনায় পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জয়ন্তিভাই গুজরাত থেকে রাজস্থান গিয়েছিলেন বিস্ফোরণের সামগ্রী সংগ্রহ করতে। সিসিটিভ দেখে যেই অটোচালক পার্সেলটি পাঠিয়েছিলেন তাকে চিহ্নিত করেছে পুলিশ। অটোচালককে জেরা করে একাধিক তথ্য জানতে পেরেছে পুলিশ। ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত জয়ন্তিভাইকে। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত জানতে পেরে যায় যে তার প্রাক্তন প্রেমিকা বিবাহিত, তার পরেই সে প্রেমিকার স্বামীকে খুন করার পরিকল্পনা করতে থাকে। প্রেমিকার অপর দুই মেয়ে প্রাণে বাঁচলেও তারাও বিস্ফোরণে জখম হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Lover sends parcel bomb to married woman: বিবাহিত প্রাক্তন প্রেমিকার জন্য উপহার পাঠালেন প্রেমিক, খুলতেই মর্মান্তিক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল