TRENDING:

‘আমার করোনা হয়েছে, আর বাঁচব না’, স্ত্রী’কে মিথ্যে বলে বান্ধবীর সঙ্গে সংসার পাতল যুবক!

Last Updated:

জানা যায়, ওই যুবকের বান্ধবী ইনদওরের বাসিন্দা । এরপরেই সেখানে যায় মুম্বই পুলিশ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সংসার ছিল স্ত্রী’র সঙ্গে । কিন্তু সেই সম্পর্কে খুশি ছিল না বছর আটাশের ওই যুবক । বিবাহ বহির্ভূত নতুন এক সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে । আর নতুন সেই সম্পর্কের খাতিরে আজব কাণ্ড ঘটিয়ে বসল ওই ব্যক্তি । বান্ধবীর সঙ্গে সংসার পাতার ইচ্ছায় স্ত্রী’কে ফোন করে মিথ্যে গল্প শুনিয়ে পালিয়ে গেল সে ।
advertisement

পুলিশ সূত্রে খবর, নভি মুম্বইয়ের বাসিন্দা ওই যুবক গত ২৪ জুলাই স্ত্রী’কে ফোন করে বলে সে করোনা পজিটিভ । সে আর বাঁচবে না । এরপর স্ত্রী কোনও প্রশ্ন করার আগেই ফোন কেটে দেয় ওই যুবক । তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সে ।

উপায় না দেখে ওই যুবকের স্ত্রী, নিজের ভাইকে ফোন করেন । গোটা ঘটনা খুলে বলে সাহায্য চান । পরের দিন থানায় যান দু’জনে । পুলিশের কাছে নিখোঁজ ডায়রি করেন । তদন্তে নামে পুলিশ । এর মধ্যেই মুম্বইয়ের ভাসি এলাকা থেকে উদ্ধার হয় ওই যুবকের বাইক, হেলমেট, চাবি ও ব্যাগ । কিন্তু আর কোনও সূত্র পাওয়া যাচ্ছিল না । আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেও খতিয়ে দেখে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

অবশেষে ওই যুবকের ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াচাড়া করতেই বেরিয়ে আসে তার নতুন সম্পর্কের কথা । জানা যায়, ওই যুবকের বান্ধবী ইনদওরের বাসিন্দা । এরপরেই সেখানে যায় মুম্বই পুলিশ । হাতে নাতে ধরা পড়ে যায় ওই ব্যক্তি । তাকে মুম্বই ফিরিয়ে নিযে আসা হয়েছে ।

বাংলা খবর/ খবর/দেশ/
‘আমার করোনা হয়েছে, আর বাঁচব না’, স্ত্রী’কে মিথ্যে বলে বান্ধবীর সঙ্গে সংসার পাতল যুবক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল