TRENDING:

Indian Railways: লোয়ার বার্থে নেতিয়ে পড়ে এক মহিলা...গোটা বগি জুড়ে তুলকালাম কাণ্ড! হাতাহাতি...মারপিঠ, কী ঘটল এমন?

Last Updated:
তিনি যাঁরা ঝগড়া-মারপিঠ করছেন, তাঁদের বলছেন, যে মহিলা প্রেগনেন্ট৷ কেউ অন্তত ওই দিকে নজর দিন৷ অভিযোগ, ঝগড়া, ধাক্কাধাক্কির সময়ই ওই অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারা হয়েছে৷ তারপরেই তিনি জ্ঞান হারিয়েছেন৷
advertisement
1/6
লোয়ার বার্থে নেতিয়ে পড়ে এক মহিলা...গোটা বগি জুড়ে তুলকালাম কাণ্ড!...মারপিঠ, কেন?
নয়াদিল্লি: লোয়ার বার্থে বসেছিলেন মহিলা৷ তার পরিবারও ছিল সঙ্গে৷ ইতিমধ্যেই ট্রেনে উঠে আসেন আরেকটি পরিবার৷ দাবি করা হয়, আগের মহিলা যে সিটে বসে রয়েছেন, সেটা তাঁদের৷
advertisement
2/6
প্রথমে দু’পক্ষের মধ্যে সিট নিয়ে কথা কাটাকাটি শুরু হয়৷ ক্রমেই তা ঝগড়া থেকে হাতাহাতিতে পৌঁছয়৷
advertisement
3/6
প্রথমে দু’পক্ষের মধ্যে সিট নিয়ে কথা কাটাকাটি শুরু হয়৷ ক্রমেই তা ঝগড়া থেকে হাতাহাতিতে পৌঁছয়৷ ভিডিয়োয় দেখা যায় এর মাঝেই এক মহিলা ট্রেনের লোয়ার বার্থে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন৷ এক সহযাত্রী মহিলাও ছুটে এসেছেন সঙ্গে সঙ্গে৷
advertisement
4/6
তিনি যাঁরা ঝগড়া-মারপিঠ করছেন, তাঁদের বলছেন, যে মহিলা প্রেগনেন্ট৷ কেউ অন্তত ওই দিকে নজর দিন৷ অভিযোগ, ঝগড়া, ধাক্কাধাক্কির সময়ই ওই অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারা হয়েছে৷ তারপরেই তিনি জ্ঞান হারিয়েছেন৷
advertisement
5/6
ভাইরাল ভিডিও দেখে রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনরা৷ একজন লিখেছেন, ‘প্রেগনেন্ট মহিলাকে লাথি মারা, এ কোথাকার মানবিকতা?’, আরেকজন লিখেছেন, ‘মানুষ ভুলে গেছে যে ওরা মানুষ৷ একটা সিটের জন্য কেউ কী করে কোনও অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারতে পারে?
advertisement
6/6
তবে ভিডিওটি একটি গুরুতর বিষয় অবশ্যই সামনে এনেছে৷ এর মাধ্যমে বুঝতে পারা যায়, সামান্য কোনও একা ঝগড়া মুহূর্তেই কী ভাবে হিংসার আকার ধারণকরতে পারে৷ তাই, যে কোনও সমস্যার মুহূর্তে মাথা ঠান্ডা রাখাটাই আসল৷ তবে, এই ঘটনায় পরে কী হয়েছিল, ওই মহিলা কেমন ছিলেন, কোনও ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা জানা যায়নি৷
বাংলা খবর/ছবি/দেশ/
Indian Railways: লোয়ার বার্থে নেতিয়ে পড়ে এক মহিলা...গোটা বগি জুড়ে তুলকালাম কাণ্ড! হাতাহাতি...মারপিঠ, কী ঘটল এমন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল