OBC কোটায় মরাঠা সংরক্ষণ চেয়ে এবং সে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের পদত্যাগ চেয়ে শুক্বারর আজাদ ময়দানে র্যালি ডেকেছেন সংরক্ষণ আন্দোলনকারী মনোজ জারাঙ্গে৷ শহরের বিভিন্ন দিক থেকে আসা জারাঙ্গের সমর্থকারীদের ভিড়ে কার্যত স্তব্ধ মুম্বই৷ সমস্ত র্যালি এগোচ্ছে সেন্ট্রাল রেলওয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসের কাছে থাকা আজাত ময়দানের দিকে৷
advertisement
বৃহস্পতিবার আজাদ ময়দানে দাঁড়িয়ে কোটা আন্দোলনারী বছর ৪০-এর পাটিল সংবাদসংস্থা টিওআই-কে বলেন, ‘‘আমাদের সংরক্ষণ না দিলে আমরাও বাঁচতে চাই না৷ সরকার তাহলে শ্যুট অ্যাট সাইট অর্ডার দিক, আমাদের গুলি করে দিক৷ আমাদের জীবন কতটা সমস্যার মুখে দাঁড়িয়ে রয়েছে, এই সরকার তা জানে না৷’’
শুক্রবার মুম্বইয়ের কিছু অংশে তীব্র যানজট দেখা দেয়, কারণ হাজার হাজার মরাঠা কোটা আন্দোলনকারী ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের (সিএসএমটি) কাছে জড়ো হয়েছেন।
মরাঠা সম্প্রদায়ের হাজার হাজার সদস্য দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানের দিকে যাওয়ার রাস্তায় নেমে আসেন, যেখানে সংরক্ষণ অধিকার কর্মী মনোজ জারাঙ্গের আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে তাঁর কোটা আন্দোলন শুরু করার কথা রয়েছে।
আরও পড়ুন: ‘বাঙালি হেনস্থা’ থেকে SIR! পুজোর আগে, বসতে চলেছে ৩ দিনের বিশেষ অধিবেশন
জারাঙ্গে সকাল প্রায় ৯.৪৫ মিনিটে আজাদ ময়দানে পৌঁছে গিয়েছেন৷ গেরুয়া টুপি, স্কার্ফ এবং গেরুয়া পতাকা পরিহিত হাজার হাজার সমর্থক তাঁকে স্বাগত জানিয়েছে সেখানে। বুধবার জালনা জেলায় তাঁর গ্রাম থেকে পদযাত্রা শুরু করেছিলেন জারাঙ্গে ৷ আজ মুম্বইয়ে ঢোকার সাথে সাথে সমর্থকরা তাঁকে স্বাগত জানান।