জানা গিয়েছে, গতকালই ছত্তিসগড়ের জঙ্গলে মাওবাদী দমন অভিযান শেষ হয়৷ সেই অভিযানে অংশ নেওয়া ২০ জন জওয়ানকে নিয়ে গাড়িটি ফিরছিল৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷
আরও পড়ুন: HMPV ভাইরাস ভারতে…? বাড়ছে উদ্বেগ! সতর্ক কেন্দ্র ডাকল বৈঠক, WHO-র কাছে চাওয়া হল আপডেট
গত শনিবারই ছত্তিসগড়ের বস্তারে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জন মাওবাদীর মৃত্যু হয়৷ শনিবার বিকেলে ছত্তিসগড়ের নারায়ণপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমান্ত এলাকার জঙ্গলে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়৷ সেই সংঘর্ষেই মৃত্যু হয় ৫ মাওবাদীর৷ এই সংঘর্ষের ঘটনায় পুলিশের একজন হেড কনস্টেবলেরও মৃত্যু হয়৷ মনে করা হচ্ছে, সেই ঘটনার বদলা নিতেই এই বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা৷
advertisement
তার আগে গত শুক্রবারও ছত্তিসগড়ের গড়িয়াবন্দ জেলার কান্দেশ্বর গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জন মাওবাদীর মৃত্যু হয়৷