TRENDING:

জোট নিয়ে কংগ্রেসে মতানৈক্য,মানসকে ঠেকাতে মান্নান

Last Updated:

জোট নিয়ে আড়াআড়ি ভাগ কংগ্রেসে। মানসকে ঠেকাতে এবার ময়দানে মান্নান। রাহুলের সঙ্গে বৈঠকের পরেও আলদা করে দশ জনপথে সোনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাৎ।বাম-কংগ্রেস জোটের পক্ষে সওয়াল আবদুল মান্নানের। আঁচ বাঁচাচ্ছেন সভাপতি অধীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জোট নিয়ে আড়াআড়ি ভাগ কংগ্রেসে। মানসকে ঠেকাতে এবার ময়দানে মান্নান। রাহুলের সঙ্গে বৈঠকের পরেও আলদা করে দশ জনপথে সোনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাৎ।বাম-কংগ্রেস জোটের পক্ষে সওয়াল আবদুল মান্নানের। আঁচ বাঁচাচ্ছেন সভাপতি অধীর।
advertisement

জোট রাজনীতির জট ঘিরে মতানৈক্য বাড়ছে কংগ্রেসে। রাহুল গান্ধির সঙ্গে প্রদেশ নেতৃত্বের বৈঠকের পরও সমাধানসূত্র অধরা। পরের দিন সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকে বামেদের সঙ্গে জোট নিয়ে সমস্যার কথাই তুলে ধরেন মানস ভুঁইয়া। এবার মানস শিবিরকে রুখতে দশ জনপথে সোনিয়ার দরবারে আবদুল মান্নান। রাজ্য থেকে তৃণমূল সরকারকে হঠাতে বামেদের সঙ্গেই জোটের পক্ষেই সওয়াল করেন তিনি। কংগ্রেস বা বাম, কারো একার পক্ষে তৃণমূলকে হারানো সম্ভব নয় বলে কার্যত রাজ্যে কংগ্রেসের দৈন্য দশার কথাই স্বীকার করে নেন মান্নান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
জোট নিয়ে কংগ্রেসে মতানৈক্য,মানসকে ঠেকাতে মান্নান