TRENDING:

Manmohan Singh Death Reason: আচমকা কাউকে চিনতে পারছিলেন না, বৃহস্পতিবার রাতে কী কারণে মৃত্যু হল মনমোহন সিংয়ের?

Last Updated:

Manmohan Singh Death Reason: বৃহস্পতিবার রাতে মনমোহন সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লি এইমস-এ ভর্তি করা হয়। এইমসের জরুরি ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছিল। এ সময় তাঁর মৃত্যু হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দু’দফায় দেশের প্রধানমন্ত্রী থাকা মনমোহন সিং বৃহস্পতিবার রাতে প্রয়াত হন। বৃহস্পতিবার রাতে মনমোহন সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লি এইমস-এ ভর্তি করা হয়। এইমসের জরুরি ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছিল। এ সময় তাঁর মৃত্যু হয়। মনমোহন সিংয়ের মৃত্যুর কারণ ব্যাখ্যা করে একটি বুলেটিন জারি করেছে AIIMS।
মনমোহন সিং (ফাইল ছবি)
মনমোহন সিং (ফাইল ছবি)
advertisement

চিঠিতে বলা হয়েছে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ৯২ বছর বয়সে মারা গিয়েছেন। তিনি বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। চিঠিতে বলা হয়েছে, ২৬ ডিসেম্বর রাতে হঠাৎ করে তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। রাত ৮টার দিকে তাঁকে সঙ্গে সঙ্গে দিল্লি এইমসের জরুরি বিভাগে ভর্তি করা হয়। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি।

advertisement

আরও পড়ুন: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট খবর, শনি-রবি শিয়ালদহে বাতিল একাধিক লোকাল ট্রেন! দেখুন তালিকা

মনমোহন সিংয়ের স্বাস্থ্য ক্রমাগত অবনতি হচ্ছিল। ১৯৩২ সালে পাকিস্তানে জন্মগ্রহণকারী মনমোহন সিংকে ২০২১ সালে সবচেয়ে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়েছিল। তারপরে ১৩ অক্টোবর, ২০২১-এ জ্বরের অভিযোগের পরে তাঁকে দিল্লি এইমস-এ ভর্তি হতে হয়েছিল। এই সময়েও তাঁর স্বাস্থ্য খুবই খারাপ ছিল। ২৬ ডিসেম্বর মনমোহন সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

advertisement

আরও পড়ুন: ‘নো এন্ট্রি ফর বাংলাদেশি!’ হয়ে গেল পাকাপাকি সিদ্ধান্ত! আর ‘এখানে’ আসতে পারবেন না বাংলাদেশের কেউ?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারত তাঁর অন্যতম বিশিষ্ট নেতা ডঃ মনমোহন সিং জি-এর মৃত্যুতে শোক প্রকাশ করছে। একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি হয়ে ওঠেন একজন প্রখ্যাত অর্থনীতিবিদ। তিনি অর্থমন্ত্রী-সহ বিভিন্ন সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন এবং বছরের পর বছর ধরে আমাদের অর্থনৈতিক নীতিতে একটি শক্তিশালী চিহ্ন রেখে গেছেন। সংসদে তাঁর হস্তক্ষেপও ছিল বাস্তবসম্মত। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি জনগণের জীবনযাত্রার উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন।’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Manmohan Singh Death Reason: আচমকা কাউকে চিনতে পারছিলেন না, বৃহস্পতিবার রাতে কী কারণে মৃত্যু হল মনমোহন সিংয়ের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল