Local Train Cancelled: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট খবর, শনি-রবি শিয়ালদহে বাতিল একাধিক লোকাল ট্রেন! দেখুন তালিকা
- Published by:Raima Chakraborty
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Local Train Cancelled List in Sealdah Section : শিয়ালদহ ও হাওড়া দুই ডিভিশনেই ভোগান্তি লোকাল ট্রেনের যাত্রীদের। বাতিল বহু ট্রেন, দেখে নিন তালিকা।
কলকাতা: বর্ষশেষে ভোগান্তি৷ শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের৷ পরিকাঠামোর কাজের জন্য আপাতত দৈনিক বন্ধ থাকছে একাধিক লোকাল ট্রেন হাওড়া ডিভিশনে। এবার শিয়ালদহ ডিভিশনেও সেই লোকাল ট্রেন আগামীকাল ও রবিবার বন্ধ থাকতে চলেছে৷ রেল সূত্রে খবর, এই কাজের কারণে প্রভাব পড়বে হাবরা, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি সেকশনে।
শিয়ালদহ ডিভিশনে ট্র্যাকে কাজ হবে সে কারণেই শনি ও রবিবার বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। ২৮ ডিসেম্বর বাতিল থাকবে শিয়ালদহ-ডানকুনি: আপ 32249/ ডাউন 32252। ২৯ ডিসেম্বর বাতিল থাকবে- শিয়ালদহ-বনগাঁ: আপ 33811, 33813/ ডাউন 33820, 33822, শিয়ালদহ -হাবরা: আপ 33651, 33653/ ডাউন 33652, 33654, শিয়ালদহ – হাসনাবাদ: আপ 33513/ ডাউন 33514, শিয়ালদহ – ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219/ ডাউন 32212, 32214, 32216, 32218, 32220।
advertisement
আরও পড়ুন: ‘নো এন্ট্রি ফর বাংলাদেশি!’ হয়ে গেল পাকাপাকি সিদ্ধান্ত! আর ‘এখানে’ আসতে পারবেন না বাংলাদেশের কেউ?
শিয়ালদহ – দত্তপুকুর: আপ 33613/ ডাউন 33612, 33616, 33618 শিয়ালদহ – কল্যাণী সিমন্ত: আপ 31311, 31313/ ডাউন 31312, 31316 শিয়ালদহ -শান্তিপুর: আপ 31511, 31513/ ডাউন 31512, 31516শিয়ালদহ –গেদে: আপ 31911/ ডাউন 31912 শিয়ালদহ -কৃষ্ণনগর: আপ 31811/ ডাউন 31812 শিয়ালদহ – নৈহাটি: আপ 31411/ ডাউন 31414 শিয়ালদহ –রানাঘাট: আপ 31611, 31613, 31615/ ডাউন 31612, 31614, 31616 বারাসত – দত্তপুকুর: আপ 33357এমনকী 03172 লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার 22:45 টায় লালগোলা ছাড়বে। 22:15 ঘণ্টায় প্রস্থানের সময় নির্ধারণের পরিবর্তে।
advertisement
advertisement
আরও পড়ুন: সবচেয়ে প্রিয় খাবারটাই কি এবার খেতে পারবে না বাংলাদেশ! কোন খাবার? ভারত যা করল, শুনে চমকে উঠবেন!
কিছুদিন আগে প্রায় একমাসের জন্য ৩০ জোড়া ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে হাওড়া ডিভিশনে। তবে এবার যে লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে সেটা মূলত শিয়ালদহ ডিভিশনের জন্য। শিয়ালদহ থেকে ডানকুনি, বনগাঁ, হাবড়া লাইনের বেশ কিছু লোকাল ট্রেন ২৮ ও ২৯ তারিখ বাতিল করা হয়েছে। মূলত লাইনের কাজ হওয়ার জেরেই শনি ও রবিবার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শিয়ালদহ ডিভিশনের রেল আধিকারিকরা জানিয়েছেন, দ্রুত তারা কাজ শেষ করার চেষ্টা করবেন৷
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2024 10:26 AM IST