দিল্লি সরকারের বিতর্কিত মদ নীতি নিয়ে তদন্তে নেমে শুক্রবার মণীশ সিসোদিয়ার বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই৷ এফআইআর-এ সিসোদিয়ার নাম রয়েছে এক নম্বরে৷ এ দিন পাল্টা সাংবাদিক বৈঠক করে সিসোদিয়া অভিযোগ করেন, 'হাই কম্যান্ড'-এর নির্দেশেই তাঁর বাড়িতে হানা দিয়েছে সিবিআই৷ সিসোদিয়ার দাবি, শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের কাজ নিয়ে গোটা বিশ্বে চর্চা শুরু হয়েছে৷ সেই কারণেই কেজরীওয়ালকে থামাতে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে৷
advertisement
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এবার দেশী প্রজাতির কুকুর! যেমন চেহারা, তেমন বুদ্ধি
সিসোদিয়া বলেন, 'কোনও রাজস্ব ফাঁকি নিয়ে বিজেপি-র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন নয়৷ তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন অরবিন্দ কেজরীওয়াল৷ কারণ আগামী লোকসভা নির্বাচনে তিনিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান প্রতিপক্ষ হতে চলেছেন৷'
সিসোদিয়া দাবি করেছেন, তিনি কোনও অন্যায় করেননি৷ সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নতুন এক্সাইস নীতি তৈরি করা হয়েছিল বলেই দাবি তাঁর৷ তাঁকে আগামী কয়েক দিনের মধ্যে গ্রেফতারও করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সিসোদিয়া৷ সেরকম কিছু ঘটলেও তাঁর দলের ভাল কাজ থেমে থাকবে না বলেই দাবি করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী৷
পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করেছেন, মদ দুর্নীতি কাণ্ডে সিসোদিয়া শুধুমাত্র অভিযুক্ত৷ কিন্তু এর মূল মাথা অরবিন্দ কেজরীওয়াল৷ অরবিন্দ কেজরীওয়াল ২০২৪ সালে প্রধানমন্ত্রীর মূল প্রতিপক্ষ হতে চলেছেন, এই দাবিও উড়িয়ে দিয়েছেন অনুরাগ ঠাকুর৷ তাঁর কটাক্ষ, 'আম আদমি পার্টি এর আগেও বড় বড় দাবি করেছে৷ কিন্তু বাস্তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে তারা দাঁড়াতে পারেনি৷'