TRENDING:

Manish Sisodia: ২০২৪-এ মোদি বনাম কেজরীওয়াল! সিবিআই তল্লাশির পরই যুদ্ধ ঘোষণা সিসোদিয়ার

Last Updated:

সিসোদিয়া দাবি করেছেন, তিনি কোনও অন্যায় করেননি৷ সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নতুন এক্সাইস নীতি তৈরি করা হয়েছিল বলেই দাবি তাঁর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: তাঁর বাড়িতে সিবিআই তল্লাশির পরের দিনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া৷ একই সঙ্গে তাঁর হুঙ্কার, ২০২৪ সালে অরবিন্দ কেজরীওয়ালের সঙ্গে লড়াই হবে নরেন্দ্র মোদির৷ আর সেই কারণেই আম আদমি পার্টিকে এখন নিশানা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন কেজরীওয়ালই, দাবি সিসোদিয়ার৷
মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন কেজরীওয়ালই, দাবি সিসোদিয়ার৷
advertisement

দিল্লি সরকারের বিতর্কিত মদ নীতি নিয়ে তদন্তে নেমে শুক্রবার মণীশ সিসোদিয়ার বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই৷ এফআইআর-এ সিসোদিয়ার নাম রয়েছে এক নম্বরে৷ এ দিন পাল্টা সাংবাদিক বৈঠক করে সিসোদিয়া অভিযোগ করেন, 'হাই কম্যান্ড'-এর নির্দেশেই তাঁর বাড়িতে হানা দিয়েছে সিবিআই৷ সিসোদিয়ার দাবি, শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের কাজ নিয়ে গোটা বিশ্বে চর্চা শুরু হয়েছে৷ সেই কারণেই কেজরীওয়ালকে থামাতে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে৷

advertisement

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এবার দেশী প্রজাতির কুকুর! যেমন চেহারা, তেমন বুদ্ধি

সিসোদিয়া বলেন, 'কোনও রাজস্ব ফাঁকি নিয়ে বিজেপি-র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন নয়৷ তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন অরবিন্দ কেজরীওয়াল৷ কারণ আগামী লোকসভা নির্বাচনে তিনিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান প্রতিপক্ষ হতে চলেছেন৷'

সিসোদিয়া দাবি করেছেন, তিনি কোনও অন্যায় করেননি৷ সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নতুন এক্সাইস নীতি তৈরি করা হয়েছিল বলেই দাবি তাঁর৷ তাঁকে আগামী কয়েক দিনের মধ্যে গ্রেফতারও করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সিসোদিয়া৷ সেরকম কিছু ঘটলেও তাঁর দলের ভাল কাজ থেমে থাকবে না বলেই দাবি করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করেছেন, মদ দুর্নীতি কাণ্ডে সিসোদিয়া শুধুমাত্র অভিযুক্ত৷ কিন্তু এর মূল মাথা অরবিন্দ কেজরীওয়াল৷ অরবিন্দ কেজরীওয়াল ২০২৪ সালে প্রধানমন্ত্রীর মূল প্রতিপক্ষ হতে চলেছেন, এই দাবিও উড়িয়ে দিয়েছেন অনুরাগ ঠাকুর৷ তাঁর কটাক্ষ, 'আম আদমি পার্টি এর আগেও বড় বড় দাবি করেছে৷ কিন্তু বাস্তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে তারা দাঁড়াতে পারেনি৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Manish Sisodia: ২০২৪-এ মোদি বনাম কেজরীওয়াল! সিবিআই তল্লাশির পরই যুদ্ধ ঘোষণা সিসোদিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল