শেষ পাওয়া খবর অনুযায়ী, মণিপুরে (Manipur Assembly Election Result 2022) বিজেপি (BJP) ২৫টি আসনে এগিয়ে, এনপিপি ৬ টিতে এগিয়ে রয়েছে; কংগ্রেস ৪র্থ স্থানে পিছনে। বীরেন সিং বিশাল ব্যবধানে জয়ী। এখানে শাসকদল বিজেপি এবং তার দুটি সহযোগী দল- ন্যাশনাল পিপলস পার্টি এবং নাগা পিপলস ফ্রন্ট পৃথকভাবে ৬০ আসনের মণিপুর বিধানসভার নির্বাচনে লড়াই করেছিল ২০২২-এর বিধানসভা।
advertisement
আরও পড়ুন : গেরুয়া ঝড় উত্তর প্রদেশে! ২০২৪-র আগে নতুন অক্সিজেন পেল বিজেপি
২০১৭ সালের বিধানসভা ভোটে (Manipur Assembly Election Result 2022) কংগ্রেস পেয়েছিল ২৮টি আসন, বিজেপি ২১টি। পরে বিজেপি এনপিপি, এনপিএফ ও এলজেপিকে নিয়ে সরকার গড়তে সমর্থ হয়েছিল। এবারের বিধানসভা ভোটে বিজেপি এককভাবেই লড়াইয়ের সিদ্ধান্ত নেয় মণিপুরে। ৬০টি আসনেই প্রার্থী দেয়।
আরও পড়ুন : জয়ের পর ভগবন্তের সঙ্গে ছবি শেয়ার করলেন কেজরিওয়াল, প্রায় ৯০ ছুঁয়ে ফেলছে আপ
কংগ্রেস সিপিআই, সিপিআই(এম), ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও জনতা দল (সেক্যুলার)-কে নিয়ে জোট গড়ে ভোটে লড়তে নেমেছিল। কিন্তু এই জোটের ভরাডুবি হয়েছে। মণিপুরে দুই দফায় ভোট হয়েছিল যথাক্রমে ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ। পোল অব এগজিট পোলসেই দেখা গিয়েছিল, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ হয়েই এবার সরকার গঠন করবে। গণনা যেভাবে এগোচ্ছে তাতে তেমনই ইঙ্গিত মিলছে।