TRENDING:

দীর্ঘদিনের সহবাসকে বিয়ের প্রমান হিসেবে মেনে নেওয়া হবে: মাদ্রাজ হাইকোর্ট

Last Updated:

সামাজিক বা আইনিভাবে বিয়ে না করে দীর্ঘদিন সহবাস করলে সেটাকেই বিয়ের প্রমান হিসেবে মেনে নেওয়ায হবে ৷ এমনই নজীরবিহীন রায় দিল মাদ্রাস হাইকোর্ট ৷ এর জন্য বিবাহের নিমন্ত্রণ বা ছবি না থাকলেও চলবে ৷ মাদুরাই বেঞ্চের এস মানিকুমার ও সিটি সেলভেমের ডিভিশন বেঞ্চ তিরুনেলবেলির পারিবারিক কোর্টের রায়ের বিপরীতে গিয়ে এই রায় দিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাদুরাই: সামাজিক বা আইনিভাবে বিয়ে না করে দীর্ঘদিন সহবাস করলে সেটাকেই বিয়ের প্রমান হিসেবে মেনে নেওয়া হবে ৷ এমনই নজিরবিহীন রায় দিল মাদ্রাস হাইকোর্ট ৷ এর জন্য বিবাহের নিমন্ত্রণ বা ছবি না থাকলেও চলবে ৷ মাদুরাই বেঞ্চের এস মানিকুমার ও সিটি সেলভেমের ডিভিশন বেঞ্চ তিরুনেলবেলির পারিবারিক কোর্টের রায়ের বিপরীতে গিয়ে এই রায় দিয়েছে ৷ সম্প্রতি তিরুনেলবেলির পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করে এক মহিলা ৷ কিন্তু তাদের বিয়ের সঠিক প্রমান না থাকায় তাদের আবেদন খারিজ করে দেয় তিরুনেলবেলির পারিবারিক আদালত ৷ পারিবারিক আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তাদের বিয়ের কোনও রেজিস্ট্রেশন নেই ৷ এছাড়াও প্রমান হিসেবে তারা কোনও ছবি আদালতে পেশ করতে পারেনি ৷  আদালতে মহিলা জানান তিনি ২১ বছর ধরে ওই ব্যক্তির সঙ্গে সহবাস করছিলেন ৷ তাদের মধ্যে একটি চুক্তি হয় ৷ সেই চুক্তি অনুযায়ী ওই ব্যক্তির সঙ্গে সহবাস করেন মহিলা এবং তার সমস্ত প্রয়োজন পুরণ করার চেষ্টা করেন ৷  তাদের দুটি সন্তানও আছে বলে জানান তিনি ৷ কিন্তু নিম্ন আদালত তা মানতে নারাজ ৷ এদিন মাদ্রাজ হাইকোর্ট জানায় নিম্ন আদালতে যদি কোনও দম্পতি এক সঙ্গে দীর্ঘদিন সহবাস করে তাহলে সেটাকেই বিয়ের প্রমান হিসেবে মেনে নেওয়া হবে ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
দীর্ঘদিনের সহবাসকে বিয়ের প্রমান হিসেবে মেনে নেওয়া হবে: মাদ্রাজ হাইকোর্ট