TRENDING:

Man Wins Lottery Dies in Accident: লটারিতে জিতেছিলেন ৭৫ লাখ! গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল সেই ব্যক্তির

Last Updated:

Man Wins Lottery Dies in Accident: ইয়াকুব নামের এই ব্যক্তি এর আগে একটি গাড়ির শোরুমে কাজ করতেন। তিনি স্ত্রী মেরি ও সন্তান জিবু ও জিলিকে রেখে গিয়েছেন। সারাজীবন কষ্ট করার পর সুখের দিন আসতেই চলে গেলেন ইয়াকুব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচি: দুর্ভাগ্য বলুন বা অন্য কিছু,  একজন দরিদ্র বয়স্ক ব্যক্তির সঙ্গে এমন ঘটনা ঘটল যা কল্পনাও করতে পারবেন না৷ ব্যক্তি তিন মাস আগে কেরালা লটারির ৭৫ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছিলেন৷ তিনিই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। জানা গিয়েছে, ৭৫ বছর বয়সী এম.সি. ইয়াকুব, যিনি কাদায়িরুপ্পার ইজিপ্রমানায়াথের বাসিন্দা ছিলেন, একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন৷ কিন্তু শেষ রক্ষা হল না, মারা গিয়েছেন তিনি৷
বিষাক্ত মোমো খেয়ে মৃত্যু এক মহিলার! হাসপাতালে ভর্তি একাধিক AI Generated)
বিষাক্ত মোমো খেয়ে মৃত্যু এক মহিলার! হাসপাতালে ভর্তি একাধিক AI Generated)
advertisement

আরও পড়ুন: বিষাক্ত মোমো খেয়ে মৃত্যু এক মহিলার! হাসপাতালে ভর্তি একাধিক

সোমবার কোলাঞ্চেরির কাছে মুশরিপাড়ে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টায় ইয়াকুব মুশারিপাড়ের দিকে আসার সময় রাস্তার মোড় নিতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত ইয়াকুবকে কোলানচেরি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও মৃত্যু হয় তাঁর।

advertisement

জানা গিয়েছে, তিন মাস আগে ‘স্ত্রীশক্তি লটারির’ প্রথম পুরস্কার জিতেছিলেন ইয়াকুব। ইয়াকুব তিন সপ্তাহ আগে ৭৫ লাখ টাকা পুরস্কার পেয়েছিলেন। ভাগ্য খারাপ থাকায় আকস্মিক মৃত্যু হয়েছে তাঁর৷ ব্যক্তির মৃত্যুতে আকাশ ভেঙে পড়েছে পরিবারের মাথায়৷ ইয়াকুব আগে একটি গাড়ির শোরুমে কর্মচারী ছিলেন। তিনি স্ত্রী মেরি ও সন্তান জিবু ও জিলিকে রেখে গিয়েছেন।

advertisement

আরও পড়ুন: জমি নিয়ে চরম বিবাদ, তরোয়াল দিয়ে এক কোপে যুবকের মাথা কাটল ব্যক্তি!

ইয়াকুবের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে প্রতিবেশী ও স্বজনরা শোক প্রকাশ করছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবারের সদস্যরা বলেছেন জ্যাকব তার সম্প্রদায়কে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত ছিল এবং তার অনুপস্থিতি গভীর প্রভাব ফেলবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইয়াকুবের শেষকৃত্য তাঁর নিজের গ্রামেই হবে। পরিবার শোক প্রকাশ করেছে এবং বলেছে যে তারা এই কঠিন সময়ে সকলকে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন। অনেকে এটাকে খুবই দুর্ভাগ্যজনক মনে করছেন। অনেকে আবার জানিয়েছেন, সারা জীবন কষ্টের পর মানুষটি যখন সুখের মুখ দেখেছেন, তখনই সবাইকে ছেড়ে যেতে হল তাঁকে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Man Wins Lottery Dies in Accident: লটারিতে জিতেছিলেন ৭৫ লাখ! গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল সেই ব্যক্তির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল