Man Murders Relative Son: জমি নিয়ে চরম বিবাদ, তরোয়াল দিয়ে এক কোপে যুবকের মাথা কাটল ব্যক্তি!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Man Murders Relative Son: বুধবার সকালে জেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে কবিরউদ্দিনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হন অনুরাগ। তরোয়াল দিয়ে কিশোরের গলা কেটে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত।
জৌনপুর: উত্তরপ্রদেশের জৌনপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন। তরোয়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে এক যুবককে!
জানা গিয়েছে, এই জমি বিবাদ চল্লিশ বছরের পুরনো। যা চরম আকার নিতেই খুন হতে হল এক যুবককে। হত্যার ঘটনায় ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা রাস্তায় লাশ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে জেলার এসপি ও ডিএম ঘটনাস্থলে পৌঁছে ঘটনা খতিয়ে দেখেন। খুনের পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ডিএম তদন্তের দায়িত্ব এডিএম-এর কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ দুইজনকে আটক করেছে।
advertisement
advertisement
নিহতের নাম অনুরাদ ওরফে ছোটু, বয়স মাত্র ১৭ বছর। অনুরাগ একজন তায়কোয়ান্দো খেলোয়াড় ছিলেন। মৃত অনুরাগ বাবা-মায়ের একমাত্র ছেলে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার সকালে জেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত কবিরউদ্দিনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হন অনুরাগ। তরোয়াল দিয়ে কিশোরের গলা কেটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
advertisement
আন্তর্জাতিক তায়কোয়ান্দো খেলোয়াড় অনুরাগ যাদব ওরফে ছোটু (১৭), রামজিত যাদবের ছেলে। তাদের প্রতিবেশী রমেশ তাকে তরোয়াল দিয়ে খুন করেছে। গত ৪০ বছর ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার রমেশের সঙ্গে ছোটু যাদবের কথা কাটাকাটি হয়। গ্রামের প্রধান বীরেন্দ্র জানান, সকালে ছোটু যাদবের দাঁত মাজতে উঠেছিল, তখনই অভিযুক্ত রমেশ তাকে তাড়া করে তলোয়ার দিয়ে তার গলা কেটে দেয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2024 4:09 PM IST