Woman Dies Eating Momos: বিষাক্ত মোমো খেয়ে মৃত্যু এক মহিলার! হাসপাতালে ভর্তি একাধিক

Last Updated:
Death after eating Momos: মোমোগুলি বানজারা পাহাড়ের কাছে নন্দী নগর এলাকার এক রাস্তার বিক্রেতার কাছ থেকে কেনা হয়েছিল। মোমো খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন একাধিক ব্যক্তি৷ বমি, পেটে ব্যথা ও ডায়রিয়া ভুগতে থাকেন অনেকে। প্রাণ হারিয়েছেন একজন৷
1/6
রেশমার পরিবার এই ঘটনার বিষয়ে বানজারা হিলস থানায় অভিযোগ করেছে, তারপরে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
রেশমার পরিবার এই ঘটনার বিষয়ে বানজারা হিলস থানায় অভিযোগ করেছে, তারপরে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
advertisement
2/6
হায়দরাবাদে মোমো খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু হল এক মহিলার। নিহতের নাম রেশমা বেগম (৩৩)। এ ঘটনায় রেশমার দুই মেয়ে-সহ প্রায় ১৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হায়দরাবাদে মোমো খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু হল এক মহিলার। নিহতের নাম রেশমা বেগম (৩৩)। এ ঘটনায় রেশমার দুই মেয়ে-সহ প্রায় ১৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
advertisement
3/6
যারা যারা একই দোকান থেকে মোমো খেয়েছেন, তারা প্রায় সবাই বিষক্রিয়ায় আক্রান্ত হন। স্থানীয় লোকজন দোকান মালিককে ঘরে ধরে, এরপর পুলিশে সেই মালিককে আটক করে।
যারা যারা একই দোকান থেকে মোমো খেয়েছেন, তারা প্রায় সবাই বিষক্রিয়ায় আক্রান্ত হন। স্থানীয় লোকজন দোকান মালিককে ঘরে ধরে, এরপর পুলিশে সেই মালিককে আটক করে।
advertisement
4/6
এই মোমোগুলি বানজারা পাহাড়ের কাছে নন্দী নগর এলাকার এক রাস্তার বিক্রেতার কাছ থেকে কেনা হয়েছিল। মোমো খাওয়ার পরপরই রেশমা অসুস্থ হয়ে পড়েন৷ বমি, পেটে ব্যথা ও ডায়রিয়া হয় তাঁর।
এই মোমোগুলি বানজারা পাহাড়ের কাছে নন্দী নগর এলাকার এক রাস্তার বিক্রেতার কাছ থেকে কেনা হয়েছিল। মোমো খাওয়ার পরপরই রেশমা অসুস্থ হয়ে পড়েন৷ বমি, পেটে ব্যথা ও ডায়রিয়া হয় তাঁর।
advertisement
5/6
রেশমার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু পথেই তার মৃত্যু হয়।
রেশমার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু পথেই তার মৃত্যু হয়।
advertisement
6/6
রেশমার পরিবার এই ঘটনার বিষয়ে বানজারা হিলস থানায় অভিযোগ করেছে, তারপরে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
রেশমার পরিবার এই ঘটনার বিষয়ে বানজারা হিলস থানায় অভিযোগ করেছে, তারপরে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
advertisement
advertisement
advertisement