TRENDING:

প্রথমে অশরীরী ভেবে ভুল! কাছে গিয়ে জানা গেল নদীর সেতুর স্তম্ভের সঙ্গে শিকলে বাঁধা অসহায় যুবকের করুণ-কাহিনি

Last Updated:

Kanpur Inhumanity : কিছু দিন ভবঘুরের মতো এদিকে ওদিকে ঘোরার পর পবন পৌঁছন কানপুরের চকরপুর মাণ্ডিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কানপুর : পুলিশ আধিকারিকরা প্রথমে ভেবেছিলেন বুঝি কোনও অশরীরী ঠাঁই নিয়েছে নদীর সেতুর নীচে৷ তার পর সেখানে যা আবিষ্কার হল, তাতে যে কোনও সংবেদনশীল মনই আর্দ্র হবে৷ দেখা গেল, নদীর সেতুর নীচে যাঁর আস্তানা, তিনি অসহায় যুবক৷ তাঁর দুটি পা শিকল দিয়ে বাঁধা৷ ওই অবস্থায় ছটফট করছিলেন বিশেষ ক্ষমতাসম্পন্ন যুবকটি৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাঁকে শান্ত করেন৷ উদ্ধার করা হয় দড়ির সাহায্যে৷ যুবক নিজেই নিজেকে মুক্ত করেন শৃঙ্খল-বদ্ধ অবস্থা থেকে৷ এই ঘটনা উত্তরপ্রদেশের কানপুরের পাণ্ডুনদীতে৷
advertisement

পুলিশ রেসপন্স ভেহিকেলস বা পিআরভি-র একটি টহলরত দলের কানে আসে আর্ত কান্না৷ জল চেয়ে আর্তি জানাচ্ছিল পিপাসার্ত কণ্ঠটি৷ প্রথমে ভাবা হয়েছিল সেটি হয়তো কোনও নারীকণ্ঠ৷ ঘটনাস্থলে পৌঁছন আউটপোস্ট ইন চার্জ মহেন্দ্র৷ সঙ্গে ছিলেন আর এক জন কর্মী৷ তাঁরা আবিষ্কার করেন এক জন তরুণ আপাদমস্তক কাদামাখা অবস্থায় পড়ে আছেন৷ সেতুর থামের সঙ্গে বাঁধা ছিলেন তিনি৷ প্রথমে তাঁকে ভূত ভেবে ভল করেছিলেন পুলিশ৷ পরে ভুল ভাঙতেই উদ্ধারের চেষ্টা করেন পুরেন পুলিশ৷ কিন্তু সেখানেও বিধিবাম৷ অভিযোগ, ওই যুবক হিংস্র ভাবে তেড়ে আসেন৷ শেষে কিছুটা শান্ত হওয়ার পর তিনি জানান তাঁর নাম পবন৷ বাড়ি, বিহারের সমস্তিপুরে৷

advertisement

আরও পড়ুন : কাশ্মীরের অনন্তনাগে গুলিবৃষ্টিতে আশঙ্কাজনক হয়েও বীর বিক্রমে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই সেনাবাহিনীর কুকুরের

সংবাদমাধ্যমে প্রকাশ, পুলিশের কাছে পবন জানিয়েছেন তাঁরা বাবা রাজু সাইনি বছর দুয়েক আগে তাঁকে ফেলে রেখে চলে যান৷ আর ফিরে আসেননি৷ কিছু দিন ভবঘুরের মতো এদিকে ওদিকে ঘোরার পর পবন পৌঁছন কানপুরের চকরপুর মাণ্ডিতে৷ সেখানে শ্রমিক হিসেবে কাজ করতে শুরু করেন৷ তার পর ঘুরতে ঘুরতে এসে পোঁছন কানপুরে৷ একদিন নিজেই নাকি নিজেকে সেতুর স্তম্ভের সঙ্গে বেঁধে ফেলেন পবন৷ তিনি জানিয়েছেন পুলিশকে৷ শিকল দিয়ে নিজেকে বেঁধে, তালাবন্ধ করে চাবি ফেলে দেন নদীর জলে৷ জানিয়েছেন পবন৷ টানা ২০ দিন এভাবেই নাকি সেতুর স্তম্ভের সঙ্গে বাঁধা ছিলেন তিনি৷ পুলিশকে বলেছেন পবন৷

advertisement

আরও পড়ুন :  মহাকাশ থেকে ফিরেই বিয়ে, ‘রুশ মহাকাশচারী প্রেমিক’-এর প্রতারণায় সর্বস্ব খোয়ালেন জাপানি প্রৌঢ়া

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এমনকি, পুলিশ মুক্ত করার পরও আবার তিনি নিজেকে বেঁধে ফেলেন সেতুর স্তম্ভের সঙ্গে৷ আবার তাঁকে মুক্ত করা হয়৷ কেন বার বার এই বন্ধন? তাঁর জল দেখতে ভাল লাগে৷ পুলিশকে সহজ সরল উত্তর পবনের৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্রথমে অশরীরী ভেবে ভুল! কাছে গিয়ে জানা গেল নদীর সেতুর স্তম্ভের সঙ্গে শিকলে বাঁধা অসহায় যুবকের করুণ-কাহিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল