TRENDING:

Uttar Pradesh Acid Attack: 'তুমি যদি আমার না হও...', পথ আটকাল প্রেমিক, বিয়ের আগে চরম সর্বনাশ তরুণীর!

Last Updated:

আগামী ২৭ মে বিয়ে ঠিক হয় তাঁর৷ যেহেতেু ওই তরুণীর বাবার মৃত্যু হয়েছে এবং ভাইও ছোট, তাই বিয়ের আয়োজনও নিজে হাতেই সারছিলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজমগড়: কয়েকদিন পরই ছিল বিয়ে৷ তার আগে ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফিরছিলেন তরুণী৷ আচমকাই তাঁর পথ আটকে দাঁড়াল একটি মোটরসাইকেল, তাতে সওয়ার ছিল দুই যুবক৷ তাঁদের মধ্যে একজন তরুণীকে বললেন, ‘তুমি যদি আমার না হও, তাহলে অন্য কারও হবে না৷’
Representative Image
Representative Image
advertisement

এ কথা বলার সঙ্গে সঙ্গেই তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে দেয় অভিযুক্ত৷ এই ঘটনায় গুরুতর আহত হন ওই তরুণী৷ বিয়ের পিঁড়িতে বসার বদলে আপাতত হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর৷ চিকিৎসকরা জানিয়েছেন, ওই তরুণীর শরীরের ৬০ শতাংশ অংশই পুড়ে গিয়েছে৷ অ্যাসিডের প্রভাবে পুড়ে গিয়েছে তাঁর মুখ, ঘাড়, হাত৷

আরও পড়ুন: ৪৫ বছরের সংসার, চন্দননগরের গৃহবধূ পাকিস্তানের নাগরিক! গ্রেফতারির পর অবাক প্রতিবেশীরা

advertisement

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মউ জেলার আজমগড়ে৷ অভিযুক্ত যুবকের নাম রাম জনম সিং পটেল৷ তার সঙ্গে ওই তরুণীর সম্পর্ক ছিল৷ কিন্তু সেই সম্পর্ক ভেঙে ওই তরুণীর পরিবার তাঁর অন্যত্র বিয়ে ঠিক করে৷ এতেই ক্ষুব্ধ হয় তরুণীর প্রেমিক৷ অন্য কাউকে যাতে তার প্রেমিকা বিয়ে না করে, সেই জন্য চাপ দিচ্ছিল ওই অভিযুক্ত৷ কিন্তু তার পরেও পরিবারের পছন্দ অনুযায়ীই বিয়েতে মত দেন ওই তরুণী৷ আগামী ২৭ মে বিয়ে ঠিক হয় তাঁর৷ যেহেতেু ওই তরুণীর বাবার মৃত্যু হয়েছে এবং ভাইও ছোট, তাই বিয়ের আয়োজনও নিজে হাতেই সারছিলেন তিনি৷ সেই জন্যই গত বৃহস্পতিবার বিয়ের খরচ বাবদ কুড়ি হাজার টাকা তুলতে ব্যাঙ্কে যান ওই তরুণী৷ সেখান থেকে ফেরার পথেই ওই তরুণীর উপরে অ্যাসিড হামলা করে তাঁর প্রেমিক৷

advertisement

প্রথমে আহত তরুণীকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে আজমগড়ের একটি বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
সিনেমা নয়, সত্যি...! সীমান্তের ওপার থেকে ছেলেকে চিনে 'ভিডিও কলে' কেঁদে ফেললেন মা
আরও দেখুন

এই ঘটনায় তরুণীর অভিযুক্ত প্রেমিক এবং তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিও৷ অভিযুক্ত পুলিশের কাছে দাবি করেছে, তরুণীর পীঠে অ্যাসিড ছুড়তে চেয়েছিল সে৷ যাতে প্রেমিকার খুব বেশি ক্ষতি না হয়, কিন্তু তরুণীর বিয়ে বাতিল হয়ে যায়৷ যাতে সে তরুণীকে বিয়ে করতে পারে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh Acid Attack: 'তুমি যদি আমার না হও...', পথ আটকাল প্রেমিক, বিয়ের আগে চরম সর্বনাশ তরুণীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল