Pakistani Woman Arrested in Chandannagar: ৪৫ বছরের সংসার, চন্দননগরের গৃহবধূ পাকিস্তানের নাগরিক! গ্রেফতারির পর অবাক প্রতিবেশীরা

Last Updated:

এতদিন পর পাক নাগরিক হিসেবে ফতেমা বিবিকে গ্রেফতার করায় প্রতিবেশীরাও অবাক৷ তাঁরা চাইছেন, আইনি জটিলতা কাটিয়ে ফতেমা মুক্তি পান৷

চন্দনগরের এই বাড়িতেই থাকতেন ফতেমা বিবি৷
চন্দনগরের এই বাড়িতেই থাকতেন ফতেমা বিবি৷
সোমনাথ ঘোষ, চন্দননগর: স্বামী- সন্তান নিয়ে ৪৫ বছরের সংসার৷ মেয়েদেরও বিয়ে হয়ে গিয়েছে৷ চন্দননগরের বাসিন্দা সেই গৃহবধূই নাকি পাকিস্তানি নাগরিক! শনিবার পুলিশ এসে ফতেমা বিবি নামে সেই মহিলাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর অবাক প্রতিবেশীরাও৷
শনিবার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ গত ৪৫ বছর ধরে চন্দননগরের কুঠিরমাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি৷ তিনি যে পাকিস্তানি নাগরিক, তা এলাকার কেউই জানতেন না৷
advertisement
পুলিশ সূত্রে খবর, ১৯৮০ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। ১৯৮২ সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজফফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তাঁর।তাদের দুই মেয়ে রয়েছে৷ তাঁদের বিয়ে হয়ে গিয়েছে।
advertisement
রাজ্য পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের খাতায় ভারতে আসার এক বছর পর থেকেই নিখোঁজ ছিলেন ফতেমা৷ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পরই সব পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার৷ পাকিস্তান থেকে এসে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যাঁরা অবৈধ ভাবে ভারতে রয়েছেন, তাঁদের নতুন করে খোঁজ শুরু হয়৷ সেই সূত্রেই খোঁজ মেলে ফতেমা বিবির৷
advertisement
এতদিন পর পাক নাগরিক হিসেবে ফতেমা বিবিকে গ্রেফতার করায় প্রতিবেশীরাও অবাক৷ তাঁরা চাইছেন, আইনি জটিলতা কাটিয়ে ফতেমা মুক্তি পান৷ ওই মহিলার পরিবার এবং প্রতিবেশীদের দাবি, পাকিস্তানে এখন আর তাঁর পরিচিত কেউই নেই৷ আত্মীয় পরিজন সবাই ভারতেই রয়েছেন৷ ফলে ফতেমার পক্ষে পাকিস্তান ফিরে যাওয়া সম্ভব নয়৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pakistani Woman Arrested in Chandannagar: ৪৫ বছরের সংসার, চন্দননগরের গৃহবধূ পাকিস্তানের নাগরিক! গ্রেফতারির পর অবাক প্রতিবেশীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement