Pakistani Woman Arrested in Chandannagar: ৪৫ বছরের সংসার, চন্দননগরের গৃহবধূ পাকিস্তানের নাগরিক! গ্রেফতারির পর অবাক প্রতিবেশীরা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এতদিন পর পাক নাগরিক হিসেবে ফতেমা বিবিকে গ্রেফতার করায় প্রতিবেশীরাও অবাক৷ তাঁরা চাইছেন, আইনি জটিলতা কাটিয়ে ফতেমা মুক্তি পান৷
সোমনাথ ঘোষ, চন্দননগর: স্বামী- সন্তান নিয়ে ৪৫ বছরের সংসার৷ মেয়েদেরও বিয়ে হয়ে গিয়েছে৷ চন্দননগরের বাসিন্দা সেই গৃহবধূই নাকি পাকিস্তানি নাগরিক! শনিবার পুলিশ এসে ফতেমা বিবি নামে সেই মহিলাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর অবাক প্রতিবেশীরাও৷
শনিবার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ গত ৪৫ বছর ধরে চন্দননগরের কুঠিরমাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি৷ তিনি যে পাকিস্তানি নাগরিক, তা এলাকার কেউই জানতেন না৷
আরও পড়ুন: ভারতকে চোখরাঙানি? ৪৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম, নতুন মিসাইল ছুড়ে হুঁশিয়ারি পাকিস্তানের
advertisement
পুলিশ সূত্রে খবর, ১৯৮০ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। ১৯৮২ সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজফফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তাঁর।তাদের দুই মেয়ে রয়েছে৷ তাঁদের বিয়ে হয়ে গিয়েছে।
advertisement
রাজ্য পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের খাতায় ভারতে আসার এক বছর পর থেকেই নিখোঁজ ছিলেন ফতেমা৷ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পরই সব পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার৷ পাকিস্তান থেকে এসে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যাঁরা অবৈধ ভাবে ভারতে রয়েছেন, তাঁদের নতুন করে খোঁজ শুরু হয়৷ সেই সূত্রেই খোঁজ মেলে ফতেমা বিবির৷
advertisement
এতদিন পর পাক নাগরিক হিসেবে ফতেমা বিবিকে গ্রেফতার করায় প্রতিবেশীরাও অবাক৷ তাঁরা চাইছেন, আইনি জটিলতা কাটিয়ে ফতেমা মুক্তি পান৷ ওই মহিলার পরিবার এবং প্রতিবেশীদের দাবি, পাকিস্তানে এখন আর তাঁর পরিচিত কেউই নেই৷ আত্মীয় পরিজন সবাই ভারতেই রয়েছেন৷ ফলে ফতেমার পক্ষে পাকিস্তান ফিরে যাওয়া সম্ভব নয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2025 6:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pakistani Woman Arrested in Chandannagar: ৪৫ বছরের সংসার, চন্দননগরের গৃহবধূ পাকিস্তানের নাগরিক! গ্রেফতারির পর অবাক প্রতিবেশীরা