গত শুক্রবারই, সুপ্রিম কোর্টের নয়া বিল্ডিংয়ের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বছর ৫০-এর নয়ডার বাসিন্দা রাজভর গুপ্তা। অগ্নিদগ্ধ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এক সপ্তাহের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তিতে হতবাক সাধারণ মানুষ থেকে পুলিশ-ও!
গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন এক প্রত্যক্ষদর্শী। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় গায়ে আগুন লাগিয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন এক ব্যক্তি। দ্রুত পুলিশ কর্মীরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেই সময়ও কথা বলতে শোনা যায় ব্যক্তিকে। তিনি বলছিলেন, “আমি অত্যন্ত গরিব পরিবারের মানুষ। দু’বেলা দু’মুঠো খাবারও জোটে না বাড়ির লোকেদের।” পুলিশকে (Delhi Police) তিনি জানান, দারিদ্র থেকে মুক্তি পেতেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2022 7:09 PM IST