TRENDING:

Heart Attack: লিফটে আটকে ৮ বছরের ছেলে, আতঙ্কে আর্তনাদ! তিন মিনিটের মধ্যে মর্মান্তিক পরিণতি বাবার

Last Updated:

বন্ধ লিফটের দরজার ফাঁক গলেই আতঙ্কিত ছেলের আর্তনাদ পৌঁছয় বাবার কানে৷ ছেলেকে উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠেন ঋষিরাজ৷

advertisement
ভোপাল: মাত্র মিনিট তিনেক৷ এটুকু সময়ই বোধ হয় জীবন আর মৃত্যুর মধ্যে সরু লাইনটা টেনে দেওয়ার জন্য যথেষ্ট৷ ঠিক যেমন ঘটল মধ্যপ্রদেশের ভোপালে৷ লিফটে আটকে পড়া ছেলেকে উদ্ধার করার চেষ্টায় কয়েক মিনিটের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাবার৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভোপালের একটি অভিজাত আবাসনে৷ এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই ব্যক্তির নাম ঋষিরাজ ভাটনাগর৷ গত সোমবার রাত দশটা নাগাদ আবাসনের লিফটে চড়েই উপরে নিজেদের ফ্ল্যাটে আসার চেষ্টা করে ঋষিরাজের ৮ বছর বয়সি পুত্র দেবাংশ৷

সেই সময় বাইরে ঝোড়ো হাওয়া বইছিল৷ ৮ বছর বয়সি দেবাংশ লিফটে ওঠার পরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ আতঙ্কিত হয়ে শিশুটি প্রাণপণে নিজের বাবাকে ডাকতে থাকে৷

advertisement

আরও পড়ুন: পা জড়িয়ে ধরেন বোন রেহানা, শেষ পর্যন্ত কার কথায় ক্ষমতা ছাড়তে রাজি হন হাসিনা? এতদিনে ফাঁস

বন্ধ লিফটের দরজার ফাঁক গলেই আতঙ্কিত ছেলের আর্তনাদ পৌঁছয় বাবার কানে৷ ছেলেকে উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠেন ঋষিরাজ৷ সিঁড়ি দিয়ে বার বার ওঠানামা করতে থাকেন তিনি৷ দ্রুত ছুটে যান জেনারেটর রুমে৷ কোনও ভাবে লিফট চালু করে ছেলেকে বের করে আনার জন্য যা যা করা সম্ভব, করে ফেলেন উদ্বিগ্ন ওই ব্যক্তি৷

advertisement

আর তা করতে গিয়েই ঘটে যায় বিপত্তি৷ মিনিট তিনেকের মধ্যে জেনারেটর চালু হয়ে লিফটের বিদ্যুৎ সংযোগ শুরু করে৷ চালু হয় লিফট৷ দরজা খুলে নিরাপদেই বেরিয়ে আসে ৮ বছর বয়সি দেবাংশ৷ কিন্তু ততক্ষণে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন তাঁর বাবা৷

লিফটে আটকে থাকা ছেলের জন্য উদ্বেগ, বার বার সিঁড়ি দিয়ে ওঠানামার ধকল আর নিতে পারেনি তাঁর শরীর৷ হৃদরোগে আক্রান্ত হন তিনি৷ প্রতিবেশীরা এগিয়ে এসে সাহায্যের চেষ্টা করেন ঋষিরাজকে৷ দেওয়া হয় সিপিআর৷ সঙ্গে সঙ্গে হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাঁকে৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

advertisement

ঘটনাচক্রে মাত্র তিন মাস আগে ঋষিরাজের বাবাও বিকেলে চা খেতে খেতে একই ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান৷

প্রাথমিক ভাবে ওই আবাসনের অন্যান্য বাসিন্দা এবং পুলিশ জানতে পেরেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর জেনারেটর সঙ্গে সঙ্গে চালু হয়নি৷ যে কারণেই আতঙ্ক গ্রাস করে লিফটের ভিতরে থাকা শিশুটিকে৷ পুলিশ অবশ্য জানিয়েছে, কেন এই বিভ্রাট ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

ওই আবাসনের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে আবাসিকদের সবধরনের সুবিধার দিকে খেয়াল রাখতেন ঋষিরাজ৷ আবাসন সংক্রান্ত কোনও সমস্যায় কোনও আবাসিক পড়লে, সবার আগে তিনিই ছুটে যেতেন৷ আবাসনের লিফট, জেনারেটরের কীভাবে চলে সেসব কিছুও ছিল তাঁর নখদর্পণে৷ কিন্তু আতঙ্কিত ছেলের আর্তনাদে দিশেহারা হয়ে পড়েছিলেন ঋষিরাজ৷ আর তার পরিণতি হল মর্মান্তিক৷

বাংলা খবর/ খবর/দেশ/
Heart Attack: লিফটে আটকে ৮ বছরের ছেলে, আতঙ্কে আর্তনাদ! তিন মিনিটের মধ্যে মর্মান্তিক পরিণতি বাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল