এদিন লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন, তদন্তে যা উঠে আসবে, তা প্রকাশ করা হবে জনসমক্ষে। লালকেল্লার ঘটনাস্থলে যাওয়ার আগে হাসপাতালে যান শাহ। ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদের দেখতেই হাসপাতালে গিয়েছেন তিনি।
আরও পড়ুন: লালকেল্লায় তদন্তে ফরেনসিক-NIA-NSG, দিল্লি বিস্ফোরণের পর মুম্বই-কেরল-হায়দরাবাদে ‘হাই অ্যালার্ট’ জারি
বিস্ফোরণস্থল ঘুরে এসে অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দিল্লিতে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় আমি ব্যথিত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। বিস্ফোরণস্থল পরিদর্শন করেছি এবং হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করেছি। তাঁদের দ্রুত আরোগ্যের জন্য আমার প্রার্থনা। শীর্ষস্থানীয় সংস্থাগুলি গুরুত্ব সহকারে ঘটনাটির তদন্ত করছে এবং ঘটনার গভীরে যাবে।’
দিল্লির লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তদন্তভার হাতে পাওয়া পরেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দল ঘটনাস্থলে পৌঁছয়। শুধু তা-ই নয়, এনএসজি এবং ফরেন্সিক দলও রয়েছে ঘটনাস্থলে। স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন এনএসজি-র অফিসারেরা।
