TRENDING:

Bangladesh News: ‘ভারতে ফিরতে চাই,’ দীপু দাসের ভয়ঙ্কর মৃত্যুর পরে কাতর আর্জি তার ভাইয়ের

Last Updated:

তিনি বলেন, ‘‘ওর (দীপু) একটা ছোট বাচ্চা আছে৷ আমরা যদি সুযোগ পাই আমরা সঙ্গে সঙ্গে বাংলাদেশ ছেড়ে দেব৷ আমরা যদি একটু সাহায্য পাই, আমরা ভারতে ফিরে যেতে চাই৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ময়মনসিংহ: প্রথমে গণপিটুনি৷ তারপর তাঁর দাদার দেহ টাঙিয়ে জ্বালিয়ে দিয়েছিল উন্মত্ত জনতা৷ এমন অভিযোগে, যার সত্য-মিথ্যা যাচাই করার বা ব্যাখ্যা দেওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি৷ বছর পঁচিশের সেই বাংলাদেশী তরুণ দীপু চন্দ্র দাসের মৃত্যু আবারও বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতির কথা প্রমাণ করে দিয়েছে৷ সোমবার এই ঘটনা প্রসঙ্গে এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে CNN News18-কে একান্ত সাক্ষাৎকার দেন দীপু চন্দ্র দাসের ভাই অপু দাস৷ জানান যে, তাঁর পরিবার চূড়ান্ত আতঙ্কে দিন কাটাচ্ছে, তাঁরা আর বাংলাদেশে থাকতে চান না৷
News18
News18
advertisement

এমনকি, একটু সাহায্য পেলে তাঁর পরিবার আবার ভারতে ফিরে আসতে চায় বলেও জানিয়েছেন অপু৷

তিনি বলেন, ‘‘ওর (দীপু) একটা ছোট বাচ্চা আছে৷ আমরা যদি সুযোগ পাই আমরা সঙ্গে সঙ্গে বাংলাদেশ ছেড়ে দেব৷ আমরা যদি একটু সাহায্য পাই, আমরা ভারতে ফিরে যেতে চাই৷’’

অপু CNN News18-কে জানিয়েছে, তাঁর ভাই দীপু সমানে বলেছিল, সেকারওকে অপমান করেননি৷

advertisement

আরও পড়ুন: ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ! দু’দেশের সম্পর্কে টানাপড়েন, ‘অনিবার্য পরিস্থিতি’র মুখে বড় সিদ্ধান্ত হাই কমিশনের

ময়মনসিংহ শহরের একটি কাপড়ের কারখানায় কাজ করত দীপু৷ দীপুকে প্রথমে ইসলাম অবমাননার অভিযোগে তাঁর চাকরি ছাড়তে বাধ্য করে তাঁর ফ্লোর ম্যানেজার৷ এরপর তাকে কারখানার বাইরে দাঁড়িয়ে থাকা উন্মত্ত ভিড়ে হাতে তুলে দেওয়া হয়৷ তারপর তাকে এলোপাথাড়ি মারা হয়৷ শেষে ঝুলিয়ে দেওয়া হয় একটি গাছের সঙ্গে৷ তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়৷

advertisement

এক্স-এ (প্রাক্তন টুইটার) একটি ভিডিও শেয়ার করে তসলিমা নাসরিন লিখেছেন, “হিন্দু-বিদ্বেষী মুসলিমরা দীপুকে সরাসরি কারখানা থেকে তুলে নিয়ে যায়। দীপু কোনও অপরাধ করেনি। জিহাদি শ্রমিকদের ছড়ানো গুজবের কারণে ফ্লোর ম্যানেজার তাকে পদত্যাগে বাধ্য করে। বাইরে যে হিংস্র জনতা অপেক্ষা করছে তা জেনেও পুলিশকে না জানিয়ে দরজা খুলে দেওয়া হয়। তার পরই ওরা তাকে ছিঁড়ে খায়।”

advertisement

আরও পড়ুন: ছাত্রনেতা থেকে সংখ্যালঘু! হত্যা, হিংসা…বাংলাদেশের অশান্তির মাঝে প্রথম প্রতিক্রিয়া শেখ হাসিনার

সেরা ভিডিও

আরও দেখুন
হাজারদুয়ারি এলে কেন গাইড নেওয়া প্রয়োজন, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

ভারতবিরোধী ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পরে হিংসা বিধ্বস্ত বাংলাদেশের মধ্যেই গত বৃহস্পতিবার এই ভয়ঙ্কর সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটে৷ পুলিশ জানিয়েছে, ওই তরুণকে হত্যার পরে ভিড়ে থাকা লোকেরাই তার দেহ ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের ধারে নিয়ে আসে৷ একটা গাছে তোলে৷ তারপুর আগুন লাগিয়ে দেয়৷ ঘটনার জেরে থমকে দাঁড়িয়ে যায় দু’দিকের যানবাহন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: ‘ভারতে ফিরতে চাই,’ দীপু দাসের ভয়ঙ্কর মৃত্যুর পরে কাতর আর্জি তার ভাইয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল