রঘুবংশীর ছেলের বিয়ে হতে চলেছে ১৮ জানুয়ারি। তার ঠিক ১৩ দিন আগে এই দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, গত এক বছর ধরে তিনি প্রতিদিন জিমে ব্যায়াম করতেন। বৃহস্পতিবারও নিয়ম মতো জিমে আসেন। ট্রেডমিলে হাঁটার পর তিনি ঘামতে শুরু করেন। এর পরেই কিছুক্ষণের মধ্যে মেঝেতে লুটিয়ে পড়েন।
জিমের কয়েকজন প্রদীপ রঘুবংশীকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, প্রদীপ রঘুবংশী স্বাস্থ্য সচেতন ব্যক্তি। রোজ নিয়ম মেনে জিমে আসতেন।
advertisement
আরও পড়ুন, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর মেরেছিল কারা? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ! তুমুল চাঞ্চল্য
আরও পড়ুন, সহযাত্রী বৃদ্ধার গায়ে প্রস্রাব! এয়ার ইন্ডিয়ার যাত্রীর বিরুদ্ধে FIR দায়ের পুলিশের
জিম করার সময় তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেন। ১৩ দিন পরেই ছিল ছেলের বিয়ে। তার আগেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গোটা ঘটনার ছবি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে।