নির্যাতিতা মহিলা জানিয়েছেন, অভিযুক্ত ড্রাইভার তার স্বামীর হয়ে কাজ করত। ২০১৯ সালের ১০ ডিসেম্বর বাড়িতে একাই ছিলেন তিনি। সেই সুযোগেই বাড়িতে ঢুকে পড়ে অভিযুক্ত। মহিলাকে একা পেয়ে ধর্ষণ করা হয় তাঁকে । মহিলা ধর্ষণে বাধা দিলে তাঁর স্বামীকে প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্ত ড্রাইভার ।
আরও পড়ুন : ধর্ষণ করে গলায় ফাঁস তরুণীর! মর্মান্তিক ঘটনায় উত্তাল উত্তরপ্রদেশ
advertisement
প্রায় ১ বছর ধরে তাঁকে হুমকি দিয়ে ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন ওই নির্যাতিতা । বহুদিন চুপ থাকার পর অবশেষে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। নির্যাতিতা জানিয়েছেন, " আমি প্রাণের ভয়ে বহুদিন চুপ ছিলাম। কিন্তু আমার মনে হল এখন মুখ খোলা উচিৎ। "
আরও পড়ুন : বাজরার জমি থেকে উদ্ধার কিশোরীর নগ্ন দেহ ! মর্মান্তিক ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশ
ঘটনার তদন্তে নেমেছে গুরুগ্রামের পুলিশ। গুরুগ্রামের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অভিযুক্তের শাস্তির ব্যবস্থা করা হবে।"
অভিযুক্ত ড্রাইভারের বিরুদ্ধে ৩৭৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।