TRENDING:

Kochi: বাড়িতে ডেকে আনার পর যৌ*ন*কর্মীর সঙ্গে বচসা, খুন! কেরলে হাড়হিম করা কাণ্ড, গ্রেফতার অভিযুক্ত

Last Updated:

Kochi: যৌনকর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য। একটি বাড়ির কম্পাউন্ডের ভেতর থেকে কেরালার কোচিতে প্লাস্টিকের বস্তায় মোড়ানো দেহ উদ্ধার হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচি: যৌনকর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য। একটি বাড়ির কম্পাউন্ডের ভেতর থেকে কেরালার কোচিতে প্লাস্টিকের বস্তায় মোড়ানো দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় ইতিমধ‍্যে এক ব‍্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বাড়িতে ডেকে আনার পর যৌনকর্মীর সঙ্গে বচসা, খুন! কেরলে হাড়হিম করা কাণ্ড, গ্রেফতার অভিযুক্ত   Representative Image
বাড়িতে ডেকে আনার পর যৌনকর্মীর সঙ্গে বচসা, খুন! কেরলে হাড়হিম করা কাণ্ড, গ্রেফতার অভিযুক্ত Representative Image
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার (নভেম্বর ২২) আবিষ্কৃত হয় মহিলার দেহ। অভিযুক্তের নাম জর্জ কেকে, যিনি কোচির কনথুরুথির বাসিন্দা। জানা গিয়েছে, যৌনকর্মী ওই মহিলাকে ২১ নভেম্বর রাতে নিজের বাড়িতে নিয়ে আসেন জর্জ। রাতে থেভারার সাউথ গার্লস’ হাই স্কুলের আশপাশ থেকেই ওই মহিলাকে নিয়ে আসে অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, আর্থিক ব‍্যাপার নিয়েই জর্জ এবং মহিলার মধ‍্যে তর্কাতর্কি বাধে। রাগের মধ্যে, অভিযুক্ত মহিলার মাথায় একটি লোহার রড দিয়ে আঘাত করেন। সেই আঘাতেই মৃত‍্যু হয়েছে মহিলার।

advertisement

আরও পড়ুন: সূর্য মঙ্গলের মহামিলনে আদিত‍্য মঙ্গল রাজযোগ! ‘২৬ সালের শুরুতেই কপাল খুলবে ৪ রাশির, নতুন বছরেই আকাশছোঁয়া হবে ব‍্যাঙ্ক ব‍্যালেন্স

কোচি পুলিশ সুপার সিবি টম সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘জিজ্ঞাসাবাদের সময়, জর্জ অপরাধের কথা স্বীকার করেছেন। তার বিবৃতি অনুযায়ী, তিনি তার দেহ বাড়ি থেকে টেনে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু সম্পূর্ণ করার আগে তিনি অজ্ঞান হয়ে পড়েন।’’

advertisement

আরও পড়ুন: ‘উদ্দেশ্য ছিল ভারতের প্রত্যেক কোণায় বোম ফাটানো’! লাল কেল্লা বিস্ফোরণে পাকিস্তানকে দায়ী করলেন ফড়ণবীশ

সেরা ভিডিও

আরও দেখুন
ভিক্ষুকের ভাঙা বাড়ি থেকে যা উদ্ধার হল কলসি, ভিতরে কী আছে উঁকি দিতেই ঘুম উড়ল সকলের
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, জর্জ স্থানীয় বাসিন্দাদের সাহায্য চেয়েছিলেন দেহের শেষ নিষ্পত্তি করতে। দাবি করেছিলেন এটি একটি পোষা প্রাণীর মৃতদেহ। বাড়ির পাশে টাইল করা উঠোনে দেহটি প্রথমে ‘হরিথা কর্মা সেনা’ ক্লিনিং স্কোয়াডের স্বেচ্ছাসেবকদের দ্বারা দেখা যায়। ক্লিনিং স্কোয়াড প্রথমে স্থানীয় কাউন্সিলরকে জানায়, যিনি পুলিশকে সতর্ক করেন। প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে যে ঘটনাটি একটি হত্যা ছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kochi: বাড়িতে ডেকে আনার পর যৌ*ন*কর্মীর সঙ্গে বচসা, খুন! কেরলে হাড়হিম করা কাণ্ড, গ্রেফতার অভিযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল