লোকসভা ভোটের মাঝেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে আলাপচারিতায় মাতলেন বলিউড অভিনেতা অক্ষয়কুমার ৷ রাজনীতির পাশাপাশি উঠে এল ব্যক্তি মোদির জীবনের নানা কথাও ৷ যাদের কটাক্ষ পাল্টা কটাক্ষে সরগরম ভোটের বাজার তারাও উৎসব অনুষ্ঠানে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ৷ বিরোধী দলের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে অক্ষয়কুমারের প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদি তুলে আনেন ভোটের ময়দানে প্রবল প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মোদি বলেন, ‘ভোটের সময় আমরা কিছুটা প্রভাবিত হই ঠিকই, তবে এটা সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও আমাকে বছরে একটা-দুটা কুর্তা পাঠায় ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বছরে তিন চারবার বাঙালি মিষ্টি পাঠায় ৷ এটা জানতে পারার পর মমতা দিদিও বছরে দু-তিনবার বাংলার মিষ্টি পাঠান ৷’ আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ শানানোর পরদিনই মোদির মুখে শোনা গেল এমন মন্তব্য ৷
advertisement
প্রধানমন্ত্রীর বাসভবনে অক্ষয়কুমারের মুখোমুখি মোদি ৷ বলেন, সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে পছন্দ করেন। অন্য দলের নেতাদের সঙ্গেও ভাল সম্পর্ক তাঁর। একসঙ্গে বসে অনেক সময় খাবারও খেয়েছেন তারা ৷