সূত্রের খবর মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) আগামী ৪ মার্চ ফিরবেন। নরেন্দ্র মোদি ৫ মার্চ অবধি বারাণসীতে থাকবেন। ফলে রাজনৈতিক লড়াই জমে উঠেছে গঙ্গাতীরে। ২০১৭ সালের বিধানসভা ভোটে বারাণসীতে ছ'টি আসনেই জয় ছিনিয়ে নিয়েছিল বিজেপি। তার দুই শরিক দলও দুটি আসন জিতেছিল। ফলে জেলা বারাণসীর আট আসনেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির। তবে গতবার আসন জেতা বিজেপির এই দুই শরিক দল এবার জোট বেঁধেছে সমাজবাদী পার্টির সাথে। কিন্তু আটে আট ধরে রাখতে চায় বিজেপি। তাই বারাণসীতে সভা-রোড শো সবটাই করতে চলেছেন নরেন্দ্র মোদি।
advertisement
আরও পড়ুন: যা আশা ছিল, আর নেই! কেন এমন কথা বললেন দিলীপ ঘোষ?
অন্যদিকে আজ বারাণসীতে পৌছে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। আগামীকাল বারাণসীতে তিনি যোগ দেবেন সমাজবাদী পার্টির একটি সভায়। অখিলেশ যাদব ও মমতা বন্দোপাধ্যায় বক্তব্য রাখবেন সেখানে। সূত্রের খবর আজ বারাণসী পৌছে মমতা বন্দোপাধ্যায় যাবেন দশাশ্বমেধ ঘাটে। সেখানেই সন্ধ্যারতি দেখবেন। আগামীকাল সভা শেষে যাবেন কাশী বিশ্বনাথ মন্দিরে। আগামীকাল অবশ্য উত্তরপ্রদেশের ৫৭ আসনে ভোট আছে। তার মধ্যেই দুই হেভিওয়েটের সভা ঘিরে ব্যাপক আগ্রহ দানা বেঁধেছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: লক্ষ্য বিনিয়োগ, উত্তরবঙ্গের পর এবার কলকাতা, ফের শিল্প বৈঠক নবান্নে
প্রসঙ্গত বারাণসী হল বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। কারণ বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র। ফলে গতবারের ফল যদি ধরে রাখা না যায় তাহলে মর্যাদা হারাবে বিজেপি। লোকসভা ভোটের দু'বছর আগে থেকে এই ইস্যুকে সামনে রেখেই প্রচারে ঝাঁপিয়ে পড়বে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তাই বারাণসী নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে বিজেপি।