TRENDING:

Mamata Banerjee request for Tata Group: টাটাদের হাতে এয়ার ইন্ডিয়া, স্বাগত জানালেন মমতা, একটিই আশ্বাস চান মুখ্যমন্ত্রী

Last Updated:

কেন্দ্রীয় সরকারের থেকে এয়ার ইন্ডিয়ার মালিকানা কিনেছে টাটা গোষ্ঠী৷ তার পর থেকেই সংস্থার চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে (Air India take over by Tata Group)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টাটাদের হাতে এয়ার ইন্ডিয়ার (Air India) মালিকানা যাওয়ায় তাঁর আপত্তি নেই৷ কিন্তু এয়ার ইন্ডিয়ার চুক্তিভিত্তিক কোনও কর্মীকেই যাতে বরখাস্ত না করা হয়, টাটাদের (Tata Group) উদ্দেশে সেই অনুরোধ রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়া, স্বাগত জানালেন মমতা৷
টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়া, স্বাগত জানালেন মমতা৷
advertisement

কেন্দ্রীয় সরকারের থেকে এয়ার ইন্ডিয়ার মালিকানা কিনেছে টাটা গোষ্ঠী৷ তার পর থেকেই সংস্থার চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ কলকাতায় এয়ার ইন্ডিয়ার চুক্তিভিত্তিক কর্মীরাও এ নিয়ে আন্দোলনে নেমেছেন৷

আরও পড়ুন: সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়ের প্রকাশিত প্রার্থী তালিকাই চূড়ান্ত, বিভ্রান্তি কাটাতে মুখ খুললেন মমতা

সোমবার বিকেলেই কলকাতা থেকে লখনউ উড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর এয়ার ইন্ডিয়ার চুক্তিভিত্তিক কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি৷ পরে সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী বলেন, 'টাটারা এয়ার ইন্ডিয়া নিয়েছে, আমরা তাদের স্বাগত জানাই৷ কিন্তু আমার একটাই শর্ত, কোনও কর্মীর যেন চাকরি না যায়৷ এত বছর ধরে কোনও কর্মীকে যদি চুক্তিভিত্তিক করে রাখা হয়, তাহলে সেটা কি তাঁদের দোষ? এয়ার ইন্ডিয়া টাটাদের বিক্রি করার আগে কেন্দ্রীয় সরকারেরই এই বিষয়টি নিশ্চিত করা উচিত৷'

advertisement

সিঙ্গুর পর্বের পর থেকেই টাটা গোষ্ঠীর প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাব কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থেকেছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বার বারই বলেছেন, টাটাদের বিরুদ্ধে ব্যক্তিগত ভাবে কোনও সমস্যা নেই তাঁর৷ তৃতীয়বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট করে দিয়েছেন, এ রাজ্যে শিল্পে বিনিয়োগ টানাই তাঁর সরকারের অগ্রাধিকার হবে৷

এ দিন কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণ নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা৷ কারণ কলকাতা বিমাবন্দরের উপরে চাপ কমাতে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা চলছে৷ রাজ্য সরকার জমি খুঁজে দিতে না পারার কারণেই বিমাবন্দর তৈরির কাজ শুরু করা যাচ্ছে না বলে কলকাতায় এসে অভিযোগ করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷

advertisement

আরও পড়ুন: 'অন্যের ভোট কেটে লাভ কী?' কংগ্রেসকে বিঁধেই লখনউ গেলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য পাল্টা দাবি করেছেন, নতুন বিমানবন্দর তৈরির জন্য অন্তত এক হাজার একর জমি চাই৷ রাজ্য সরকার জমির খোঁজ চালাচ্ছে৷ মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন তোলেন, 'আমরা তো অণ্ডাল বিমাবন্দরকে কেন আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছে না? তাহলে তো পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, বিহারের মানুষ উপকৃত হন৷ শুধুমাত্র রাজনীতির জন্য এসব অভিযোগ করে লাভ নেই৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নতুন বিমানবন্দরের জন্য জমি খোঁজার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'সিঙ্গুর, নন্দীগ্রামের মতো জোর করে জমি নিয়ে কিছু করতে দেব না৷ বালুরঘাট, মালদহ বিমানবন্দর তৈরি আছে, চালু করছেন না কেন? আমরাও তো চাই যাতে জমি খুঁজে পাওয়া যায়৷ '

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee request for Tata Group: টাটাদের হাতে এয়ার ইন্ডিয়া, স্বাগত জানালেন মমতা, একটিই আশ্বাস চান মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল