জানা গিয়েছে, ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী যে অনুষ্ঠানে থাকবেন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা৷ এর পাশাপাশি অন্যান্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন৷ ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে একই অনুষ্ঠানে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদির আলাদা কোনও বৈঠক হবে কি না, তা এখনও নিশ্চিত নয়৷
advertisement
আরও পড়ুন: ‘‘হ্যালো, আমি অভিষেক বলছি...’’, আচমকা ফোন পেতে পারেন বুথ স্তরের কর্মীরাও !
তবে নবান্ন সূত্রে এখনও পর্যন্ত যা খবর, তােত এবারের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
আরও পড়ুন: "রোগী ICU-তে...স্যালইন নিচ্ছে না", সকাল সকাল ইকোপার্কে কার স্বাস্থ্যের খোঁজ দিলেন দিলীপ ঘোষ?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কলকাতায় বিশ্ববঙ্গ সম্নেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য কয়েক মাস আগে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শেষ পর্যন্ত অবশ্য সেই আমন্ত্রণ রক্ষা করেননি প্রধানমন্ত্রী৷ গত কয়েকদিনে রাজ্যে বেশ কয়েকটি খুন এবং ধর্ষণের ঘটনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছে বিজেপি সহ বিরোধী দলগুলি৷ বার বার অমিত শাহের কাছে দরবার করেছেন রাজ্যের বিজেপি নেতারা৷ অমিত শাহ নিজেও সংসদে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন৷
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও৷ আবার রাজ্যপালের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীও৷ এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অমিত শাহের মুখোমুখি হলে রাজনৈতিক মহলের কৌতূহল আরও বাড়বে৷