TRENDING:

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ট্যুইটারে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

হুহু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এ নিয়ে ট্যুইটারে সরব হলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তাঁর দাবি, এভাবে দাম বাড়ার ফল ভুগতে হবে সাধারণ মানুষকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হুহু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এ নিয়ে ট্যুইটারে সরব হলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তাঁর দাবি, এভাবে দাম বাড়ার ফল ভুগতে হবে সাধারণ মানুষকে। খোঁচা দিয়ে কংগ্রেসের প্রশ্ন, এটাই কি অচ্ছে দিনের নমুনা? মোদি সরকারের পেট্রোলিয়াম মন্ত্রীর গলায় সাফাইয়ের সুর।
advertisement

আরও পড়ুন: বুধে মুখ‍্যমন্ত্রী পদে শপথ, তার আগে আজ সনিয়া ও রাহুল গান্ধির সঙ্গে বৈঠক কুমারস্বামীর

গত কয়েক দিন ধরে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। মাঝে, কর্ণাটক ভোটের সময় কিছুদিন রেহাই মিলেছিল। ভোট পর্ব মিটতেই আবার যে কে সেই। সাধারণ মানুষের উপর চাপ দিন দিনই বাড়ছে। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী। তাঁর টুইট,

advertisement

পেট্রোপণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে আমরা শঙ্কিত। এই মূল্যবৃদ্ধির জের পড়বে সবকিছুর উপর। সাধারণ মানুষ ও কৃষকদের এর ফল ভুগতে হবে।

পেট্রোল-ডিজেলের এ ভাবে দামবৃদ্ধির জন‍্য সরাসরি নরেন্দ্র মোদিকে নিশানা করছে কংগ্রেস। তাদের দাবি, সরকার যে চাইলেই পেট্রোপণ‍্যের মূল‍্যবৃদ্ধি রুখতে পারে, তা তো কর্ণাটকে ভোটের সময়ই দেখা গিয়েছে। তা হলে কি ভোট এলে নিজেদের স্বার্থে তেলের দামে রাশ টানতে পারে বিজেপি সরকার? কিন্তু, ভোট চলে গেলে আম জনতার স্বার্থে তা আর করতে পারে না?

advertisement

আরও পড়ুন: এভারেস্ট জয় সঙ্গীতা সিন্ধি বেহলের, ভারতের প্রবীণতম মহিলা হিসাবে শৃঙ্গ জয়

সামনের বছর লোকসভা নির্বাচন। তার আগে কর্ণাটকে জোর ধাক্কা। এর সঙ্গে আবার লাগাতার জ্বালানির মূল‍্যবৃদ্ধিতে সাধারণ মানুষের মধ‍্যে তৈরি হচ্ছে ক্ষোভ। এই পরিস্থিতিতে মোদি সরকারের মন্ত্রী ঢাল করার চেষ্টা করলেন বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির যুক্তিকে।

২০১০ সালের ২৫ জুন পেট্রেলের দামের উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে নেয় ইউপিএ ২ সরকার।

advertisement

তারপর থেকে তেলের দাম বাড়লেই ত‍ৎকালীন মনমোহন সরকারের মন্ত্রীরা বলতেন, কেন্দ্রের হাতে আর কিছু নেই। যে যুক্তি মানত না তখনকার বিরোধী, বিজেপি। তারা তখন দাবি করত, পেট্রোপণ‍্যের মূলৃবৃদ্ধি ইউপিএ সরকারেরই বর্থ‍্যতার নমুনা। মোদি সরকার ক্ষমতায় আসার পরে ইউপিএ-র পথে হেঁটেই পেট্রোলের মতো ডিজেলের দামেও সরকারি নিয়ন্ত্রণ তুলে নেয়। এখন তেলের মূল‍্যবৃদ্ধিতে কংগ্রেস সরব হলে, মোদি সরকারের মন্ত্রীরা সাফাই দেন, তাদের কিছু করার নেই। বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তাই না কি এ দেশেও বেড়েছে। এখানেই কংগ্রেসের প্রশ্ন, তা হলে যখন বিশ্ববাজারে তেলের দাম কমে, তখন কেন মোদি সরকার দেশে তেলের দাম কমায় না? কেন তখন উৎপাদন শুল্ক বাড়িয়ে জ্বালানির দাম প্রায় এক জায়গাতেই রেখে দেয়?

বাংলা খবর/ খবর/দেশ/
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ট্যুইটারে সরব মমতা বন্দ্যোপাধ্যায়