TRENDING:

পদ্ম-লোগো বিতর্ক তুলেও জি২০ নিয়ে মমতা বললেন, ‘সবরকম সাহায্য করবে রাজ্য’

Last Updated:

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁদিকে বসে ছিলেন জেপি নাড্ডা। ডান দিকে বসেছিলেন ওয়াইএসআর জগনমোহন রেড্ডি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০২৩-এর জি২০ সম্মেলনের প্রস্তুতি মিটিংয়ে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এই বিষয়ে সবরকমের সহযোগিতা করবে রাজ্য সরকার৷ সোমবারই জি২০-এর প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে বৈঠকে আলোচনার পর বেরিয়ে এসে তিনি বললেন, ‘‘সম্মেলনের বিষয়ে সব রকমের সাহায্য করবে রাজ্য সরকার৷’’ কলকাতায় যে চারটি প্রস্তুতি সভা হবে, তার নির্ঘণ্ট তৈরি করে যত শীঘ্র সম্ভব রাজ্য সরকারকে দেওয়া হোক।
advertisement

আরও পড়ুন - Mega Poll Of Polls: রেকর্ড আসন নিয়ে গুজরাতে ক্ষমতায় আসছে বিজেপি, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

আরও পড়ুন: ঝালদা পুরসভা নিয়ে রাজ্য সরকারের বড় ধাক্কা! প্রশাসক বসানোর সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁদিকে বসে ছিলেন জেপি নাড্ডা। ডান দিকে বসেছিলেন ওয়াইএসআর জগনমোহন রেড্ডি। এ দিনের বৈঠকে ৪৫ মিনিট ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট আড়াই ঘন্টা বৈঠক হয়েছে। বৈঠক শেষে চা-চক্রে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

এ দিন মুখ্যমন্ত্রী জি২০-এর লোগো নিয়ে সকালে প্রশ্ন তোলেন৷ লোগোতে একটি পদ্মের প্রতিকৃতি ব্যবহার করা হচ্ছে৷ সেই বিষয়ে অন্য বিরোধী দলের মতো বিরোধিতার সুর চড়িয়ে তিনি বলেন, "পদ্ম জাতীয় ফুল। নির্বাচন কমিশন সেই ফুল তা প্রতীক দেশের একটি রাজনৈতিক দলকে দিয়ে রেখেছে। সুতরাং সেই প্রতীক ব্যবহার না করাই বাঞ্ছনীয় ছিল।"

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পদ্ম-লোগো বিতর্ক তুলেও জি২০ নিয়ে মমতা বললেন, ‘সবরকম সাহায্য করবে রাজ্য’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল